NOW READING:
২৬ হাজারের চাকরি বাতিল, কালীঘাট চলোর ডাক বিজেপির যুব মোর্চার
April 5, 2025

২৬ হাজারের চাকরি বাতিল, কালীঘাট চলোর ডাক বিজেপির যুব মোর্চার

২৬ হাজারের চাকরি বাতিল, কালীঘাট চলোর ডাক বিজেপির যুব মোর্চার
Listen to this article



<p>ABP Ananda Live: ২৬ হাজারের চাকরি বাতিল, প্রতিবাদে পথে বিজেপি। ৭ এপ্রিল: কালীঘাট চলোর ডাক বিজেপির যুব মোর্চার । ১৩ এপ্রিল: কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত বিজেপির মিছিল। ‘যাঁরা চুরি করেছেন, এখন তাঁরা বলছেন মুখ্যমন্ত্রীর ওপর আস্থা রাখুন’। ‘আবার মুখ্যমন্ত্রীর ওপর ভরসা করলে সবাই ডুববেন’ রাজ্যে চাকরি চুরি হয়েছে, আক্রমণ সুকান্ত মজুমদারের।</p>
<p>&nbsp;</p>
<p><strong>কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ&nbsp;</strong></p>
<p>&nbsp;</p>
<p>তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের সঙ্গে দেখা করতে গেলেন সুপ্রিম কোর্টে নির্দেশে চাকরিহারাদের একাংশ। সুপ্রিম কোর্টের নির্দেশে ২০১৬ সালের SSC-র ২৫ হাজার ৭৫২ চাকরি বাতিল হয়ে গেছে। যারা যোগ্য, নতুন করে তাঁরা নিয়োগের পরীক্ষায় বসার সুযোগ পাবেন বলে জানিয়েছে সর্বোচ্চ আদালত। কিন্তু কবে শুরু হবে নিয়োগ প্রক্রিয়া? কবেই বা শেষ করতে হবে? তা স্পষ্ট নয় খোদ স্কুল সার্ভিস কমিশনের কাছেই। সব মিলিয়ে আতান্তরে চাকরিহারা যোগ্য প্রার্থীরা। SSC-র চাকরি বাতিল নিয়ে আলোচনায় বারবার ফিরে আসছে, অতিরিক্ত শূন্য়পদ তৈরি নিয়ে রাজ্য় মন্ত্রিসভার সিদ্ধান্তের প্রসঙ্গ। মন্ত্রিসভার ভূমিকা খতিয়ে দেখতে CBI তদন্তের নির্দেশ বহাল থাকবে কিনা, তা নিয়ে মঙ্গলবার সুপ্রিম কোর্টে শুনানি শুরু হবে। বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়ের এজলাসেই অতিরিক্ত শূন্য়পদ প্রসঙ্গে মন্ত্রিসভার কথা উঠে এসেছিল। আর সেটা খোদ শিক্ষাসচিবের মুখে।&nbsp;</p>



Source link