ABP Ananda Live: শিক্ষামন্ত্রীর সঙ্গে চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের বৈঠকের পরেও এসএসসি দফতরের সামনে অনশন চালিয়ে যাচ্ছেন ৩জন চাকরিহারা শিক্ষক। ওএমআর শিটের মিরর ইমেজ প্রকাশ সহ একাধিক দাবিতে তিনদিন ধরে অনশন করছেন সুমন বিশ্বাস, পঙ্কজ রায়, প্রতাপকুমার সাহা। তাঁদের সঙ্গে অবস্থান করছেন আরও কয়েকজন চাকরিহারা। অন্যদিকে গতকাল মিছিল করে আসা চাকরিহারা শিক্ষক-শিক্ষিকা এবং শিক্ষাকর্মীরা আজ থেকে গান্ধীমূর্তির পাদদেশে অবস্থানে বসছেন বলে জানা গেছে।
ওয়াকফ আইনের প্রতিবাদে বিক্ষোভ, তুমুল ভাঙচুর
সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে ক’দিন আগে হিংসাত্মক চেহারা নিয়েছিল মুর্শিদাবাদের জঙ্গিপুর। এবার, ধুলিয়ান, সুতিতেও বিক্ষোভ ঘিরে হিংসার ঘটনা ঘটল। ভাঙা হল পুলিশের কিয়স্ক। আক্রান্ত হলেন ফরাক্কার SDPO সহ বহু পুলিশ কর্মী। সুতিতে আগুন জ্বালানো হল যাত্রীবাহী বাসে। আর এরইমধ্যে জখম হল এক কিশোরও। পরিবারের অভিযোগ, পুলিশের গুলিতেই আহত হয়েছে সে। জখম কিশোর বহরমপুর মেডিক্যাল কলেজে ভর্তি। পরিবার সূত্রে খবর, ওই কিশোরের বুকে গুলি লেগেছে।