<p>ABP Ananda Live: চাকরি হারিয়ে সর্বহারা তাঁরা। সেই চাকরি দাবিতেই এদিন গর্জে উঠেছিলেন। জেলায় জেলায় DI অফিস অভিযানের ডাক দেন সদ্য চাকরহারারা। আর কসবায় DI অফিসে আন্দোলন করতে গিয়ে জুটল পুলিশের লাঠি। রীতিমতো মাটিতে ফেলে পেটানো হল তাঁদের। এখানেই শেষ নয়, সদ্য চাকরিহারাদের লাথিও মারল পুলিশ। পাল্টা পুলিশের দাবি, হামলা করা হয়েছে তাদের উপরও। </p>
<p>চাকরিহারা শিক্ষিকাদের উপরেও লাঠিচার্জ পুলিশের। বুধবার কসবায় DI অফিসের সামনে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। এদিন নবান্নে সাংবাদিক বৈঠকে কলকাতা পুলিশ কমিশনার মনোজ ভার্মা বলেন, "পুরো ফুটেজটাই দেখেছি। তদন্ত করে দেখা হচ্ছে। সিনিয়র অফিসাররা রিপোর্ট দেবেন আমাদের। যে ভিস্যুয়াল দেখানো হচ্ছে সেটা একটা পার্ট। আরেকটা দেখানো হয়নি। পুলিশের যে ছবি সামনে এসেছে তা কাম্য নয়। সেই ভাবে সবাইকে বলা হয়েছে। তবে পুরো ছবিটা নিশ্চয়ই দেখতে হবে। পুলিশ কেন বাধ্য হল, সেটা দেখার দরকার আছে। তার আগের ফুটেজ আছে, যেখানে পুলিশের উপর আক্রমণ হল সেটাও দেখতে হবে। পুলিশ লাথি মারছে এটা একেবারেই কাম্য নয়।</p>
Source link
জেলায় জেলায় DI অফিস অভিযানে তুলকালাম, পুলিশের ভূমিকায় প্রশ্ন
