ABP Ananda Live: রাতভর অবস্থানের পর এবার অনশন-আন্দোলনের পথে চাকরিহারারা। OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি আন্দোলনে চাকরিহারারা। কসবায় DI অফিসে ডেপুটেশন কর্মসূচিতে পুলিশের লাঠি-লাথির প্রতিবাদে আন্দোলনে চাকরিহারারা। সল্টলেকে SSC ভবনের কাছে লাগাতার অনশনে বসতে চলেছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। বেলা ১২টায় শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করবেন চাকরিহারারা। নাগরিক সমাজকে এই মিছিলে যোগ দেওয়ার আহ্বান জানানো হয়েছে। চাকরি ফেরানোর দাবিতে রাতভর সল্টলেকে SSC ভবনের কাছে শিক্ষকদের অবস্থান। সম্মানজনক সমাধান না মেলা পর্যন্ত খোলা আকাশের নীচে ধর্না চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তাঁরা। এদিকে, SSC ভবনের দেওয়ালে ভারতীয় ন্যায় সংহিতার ১৬৩ ধারার একটি নোটিস সেঁটে দিয়েছে বিধাননগর কমিশনারেট। নোটিসের তারিখ ২১ ফেব্রুয়ারি, নোটিসে লেখা, ২২ ফেব্রুয়ারি থেকে ২২ এপ্রিল পর্যন্ত SSC ভবনের সামনে জমায়েত ও মাইক বাজানো নিষেধ। (SSC Scam)