কলকাতা: সোমবার সন্ধে ছ’টা নাগাদ SSC-র তরফে যোগ্য়-অযোগ্য়র তালিকা প্রকাশ করার কথা ছিল। চাকরিহারাদের ১৩ জনের প্রতিনিধিদল SSC দফতরের ভিতরে যান বৈঠকের জন্য। দেখতে দেখতে ঘড়ির কাঁটা সন্ধে ছটা পেরিয়ে যায়। কিন্তু SSC কোনও তালিকাই সামনে আনেনি। এর মধ্য়েই চাকরিহারাদের একাংশ দাবি করেন বৈঠকে বলা হয়েছে, প্রথম থেকে তৃতীয় কাউন্সিলিং পর্যন্ত যাঁরা রয়েছেন তাঁরা বৈধ। চতুর্থ কাউন্সেলিং থেকে বাকিরা অবৈধ। এরপরই ক্ষোভে ফেটে পড়েন চাকরিহারারা। রাতভর অবস্থানের সিদ্ধান্ত চাকরিহারা শিক্ষকদের।
আরও পড়ুন, যোগ্য -অযোগ্যর তালিকা সামনে আসেনি, ‘SSC-র কি সেই সদিচ্ছা আছে? আদৌ কি সমাধানসূত্র মিলবে?..’
সাংবাদিক: আপনারা কি এভাবেই সারারাত থাকবেন এখানে ?
চাকরিহারা শিক্ষিকা : যতক্ষণ না অবধি যোগ্য অযোগ্য তালিকা দিচ্ছে, আমরা এখান থেকে যাচ্ছি না। এবং আমরা ভয় পাচ্ছি , আরজি করের মতো কোনওরকমভাবে, আমাদের না ক্ষতি করার চেষ্টা করা হয়.. !
সাংবাদিক: কীসের ভয় , কীসের ভয় ?
চাকরিহারা শিক্ষিকা : আরজিকরের মতো…আমরা আত্মরক্ষার ভয় পাচ্ছি। সবকিছু নিয়ে ভয় পাচ্ছি।
আরও দেখুন