NOW READING:
‘মিটিংয়ে আমাদের ডাকা হয়নি, কাদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী ?’ বড় প্রশ্ন অনশনরত চাকরিহারাদের
April 11, 2025

‘মিটিংয়ে আমাদের ডাকা হয়নি, কাদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী ?’ বড় প্রশ্ন অনশনরত চাকরিহারাদের

‘মিটিংয়ে আমাদের ডাকা হয়নি, কাদের সঙ্গে বসবেন শিক্ষামন্ত্রী ?’ বড় প্রশ্ন অনশনরত চাকরিহারাদের
Listen to this article


কলকাতা: আজ এসএসসি অভিযান কর্মসূচির দিনই চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসতে চলেছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। থাকবেন SSC চেয়ারম্যান। এদিকে ইতিমধ্যেই অনশনে বসেছেন চাকরিহারাদের একাংশ। আর অনশনরত অবস্থায় বসেই বিস্ফোরক প্রশ্ন তুললেন এক চাকরিহারা শিক্ষাকর্মী।

আরও পড়ুন, স্কুলে পড়ে মাত্র ১ শিক্ষকা, নেই অঙ্ক শেখানোর কেউ, শোচনীয় ছবি গোসাবার হাইস্কুলে !

অনশনরত চাকরিহারা শিক্ষাকর্মী সুমন বিশ্বাস বলেছেন, আমাদের চাকরিটা বাঁচাতে হবে। এইটুকুই বক্তব্য। যোগ্যদের তালিকা প্রকাশ, মিরর ইমেজ প্রকাশ করে, আমাদের তালিকা বাঁচাতে হবে।আর আজকের যে মিটিয়ে কথা বলছেন, মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে সেই মিটিংয়ে আমাদের ডাকা হয়নি। তাঁরা কাদের সঙ্গে মিটিং করছেন ? যোগ্যদের সঙ্গে ? এই প্যানেলের যারা যোগ্য শিক্ষক -শিক্ষিকা এবং শিক্ষাকর্মী রয়েছে, তাঁদের কাছে প্রশ্ন, মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু কাদের সঙ্গে মিটিং করছেন? আমাদের চাকরি বাঁচাতে হবে। মুখ্যমন্ত্রী SSC এর চেয়ারম্যান কীভাবে বাঁচাবেন, আমরা জানি না। তাঁদের কাছে মিরর ইমেজ আছে, যোগ্যদের তালিকা দেবেন। তাহলে এতদিন কেন দেননি ? তাহলে অতিদ্রুত সেই তালিকা প্রস্তুত করে, আমাদের চাকরি বাঁচানো হোক। রায় রিভিউ করা হোক।’ 

 

আরও দেখুন



Source link