কলকাতা: জীবিকা বাঁচাতে জীবন বাজি! পেটে লাথি, পিঠে লাঠির পর ক্লাস রুম ছেড়ে রাস্তায় শিক্ষকরা। SSC ভবনের সামনে বৃষ্টি মাথায় নিয়ে অনশনে চাকরিহারারা। সকালের পর রাতেও গেলেন প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘অবস্থান হোক, বিক্ষোভ হোক, মিছিল হোক, স্লোগান হোক, কিন্তু অনশন যিনি করছেন, তাঁর শরীরটা খারাপ হয়ে যাবে। তাঁর শরীর খারাপ হয়ে গেলে তো কেউ দেখতে আসবে না সরকারের তরফ থেকে। তখন তাঁকে, তাঁর সংসারকে ভুগতে হবে। সুতরাং আমি আবার আবেদন করব যে, অনশনটা তুলে নেওয়ার জন্য।’
আরও পড়ুন, চাকরি বাতিলকাণ্ডে তোলপাড়, মহামিছিলের পর আজ SSC ভবন অভিযান
আরও দেখুন