<p><strong>কলকাতা :</strong> কেন একাধিক আদালত বারবার জানতে চাওয়া সত্ত্বেও, কারা যোগ্য, কারা অযোগ্য এই তালিকা এসএসসি <a title="কলকাতা হাইকোর্ট" href="https://bengali.abplive.com/topic/calcutta-high-court" data-type="interlinkingkeywords">কলকাতা হাইকোর্ট</a> বা <a title="সুপ্রিম কোর্ট" href="https://bengali.abplive.com/topic/supreme-court" data-type="interlinkingkeywords">সুপ্রিম কোর্ট</a>ে জমা দিল না ? আরও নির্দিষ্ট করে বললে, চাল ও কাঁকর এমনভাবে মেশানো হয়েছে যে আলাদা করা গেল না ! বহু চেষ্টা করা হয়েছে এসএসসির তরফে, কিন্তু তারা আলাদা করতে পারেনি ? নাকি, ইচ্ছাকৃতভাবে আরও মিশিয়ে দেওয়া হল ? অর্থাৎ, ইচ্ছাকৃতভাবে আলাদা করা গেল না ? এই প্রশ্নগুলো উঠছে তার কারণ, ওএমআর শিট এক বছর পর নষ্ট করে দেওয়া হল, তার মিরর কপি রাখা হল না ….অর্থাৎ কোথাও দুর্নীতির একটা গেম প্ল্যানের একটা পার্ট হিসাবে এই বিভাজনটা..দু’টো আলাদা তালিকা কোনও কোর্টকে দেওয়া হল না। এনিয়ে ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানে নিজের মতামত ব্যক্ত করলেন তৃণমূল আমলে প্রথম এসএসসির চেয়ারম্যান থাকা চিত্তরঞ্জন মণ্ডল। তিনি পরিষ্কার অভিযোগ করলেন, ‘স্বচ্ছতা নিয়ে যে করতে হবে…এ মানসিকতাটা গোড়া থেকেই ছিল না, এটাই প্রমাণিত।'</p>
<p>চিত্তরঞ্জন বাবুর কথায়, "পুরনো অভিজ্ঞতা থেকে বলতে পারি, ধরুন এখন সঙ্কট আছে। কারণ, দেখা যায় যতগুলো আবেদনকারী হন, নম্বর অফ পোস্টের থেকে অনেক বেশি। বেশ কয়েক গুণ। যতই আমরা দাবি করি না কেন, ক্রাইসিস ইন এমপ্লয়মেন্ট আছে। কাজেই যেখানেই ক্রাইসিস থাকবে, সেখানেই করাপশনের সুযোগ বেশি এসে যায়। আমি বলব, যে সরকার প্রতিষ্ঠিত আছে, তারা যদি বলে যে, এসএসসি হচ্ছে অটোনোমাস ইন্সটিটিউশন, এই কথাটা ধরে নিয়ে আমি কয়েকটা কথা বলব। সাধারণভাবে যখন তারা নিয়োগ করতে চাইছে, যখন একটা ক্রাইসিস আছে, বিরোধী দল স্ট্রং আছে, তাদের উচিত ছিল স্বচ্ছতা নিয়ে আলোচনা করা। এমনটা নয় যে কীভাবে স্বচ্ছ করা যাবে, সে ব্যবস্থা ছিল না। কারণ, যে সময়ে আমি চেয়ারম্যান ছিলাম, আমি প্রথমেই বুঝেছিলাম সরকারকে যদি কালিমামুক্ত করতে হয়, স্বচ্ছতা আনতে হবে। সেই জন্য আমি প্রথমেই যেটা করেছিলাম, ওএমআর শিটের সঙ্গে ডুপ্লিকেট ওএমআর দিয়েছিলাম। কার্বনলেস ডুপ্লিকেট।" </p>
<p>তাঁর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে এবিপি আনন্দ-র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ‘ঘণ্টাখানেক সঙ্গে সুমন’ অনুষ্ঠানের সঞ্চালক সুমন দে তাঁকে মনে করিয়ে দেন, এর আগে ‘যুক্তি তক্কো’র অনুষ্ঠানে বলেছিলেন, এতটা চাপ এসেছিল যে, নেতা-মন্ত্রীদের গাড়ির ড্রাইভারদের দিয়েও তালিকা পাঠানো হত আপনার কাছে! এর উত্তরে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্য, "হ্যাঁ। আমি জানতাম। এই চাপটা তো থাকবেই। সেইজন্য আমি আগে থেকে ব্যবস্থা করে রেখেছিলাম। স্বচ্ছতার উপর জোর দিয়েছিলাম। যার জন্য কার্বনলেস ডুপ্লিকেট পেপার তৈরি করে ছেলেদের ওএমআর শিটে দেওয়া হয়েছিল। তারা পরীক্ষা দিল। নিজেরা ওএমআর শিট নিয়ে চলে গেল। বা, যেটা NEET-এ হয়… পরীক্ষা দেওয়ার পরে ওএমআর শিট স্ক্যান করেও তো ওয়েবসাইটে তুলে দেওয়া যেত। যাতে, যে কোনও পরীক্ষার্থী সেটা দেখতে পারত। সার্টিফাই করতে পারত। তার আপত্তি থাকলে, সে ডাউনলোড করে কমপ্লেন করতে পারত। আগে থেকেই… আমায় স্বচ্ছতা নিয়ে যে করতে হবে…এ মানসিকতাটা গোড়া থেকেই ছিল না, এটাই প্রমাণ করে। আর যদি এসএসসি অটোনোমাস… তাহলে পুরোভাগে সিদ্ধার্থ মজুমদারকে দায়িত্ব নিতেই হবে। কারণ, ইটস আ কনটিনিউয়াস প্রসেস। আর এসএসসি যদি কনটিনিউয়াস হয়, তাহলে পূর্বতন মন্ত্রী জেলে কেন ? এ প্রশ্নটা এসেই যায়। তার মানে কোথাও না কোথাও তার একটা ইন্টাব়্যাকশন ছিল। যতই দাবি করা হোক এটা অটোনমাস। অ্যাকচুয়ালি অটোনোমাস নয়, জোর চাপিয়ে দেওয়া হয়েছিল। এখানে মাথাটা উঁচু করে সিলেকশন করাটা প্রয়োজন ছিল।" </p>
<p>তাঁকে সঞ্চালক বলেন, মুখ্যমন্ত্রী বলছেন, আমরা হস্তক্ষেপ করি না। আপনার অভিজ্ঞতা কী বলছে ?</p>
<p>চিত্তরঞ্জনবাবুর সাফ বক্তব্য, "সেইজন্যই তো বলছি, যদি অটোনোমাস হয় তাহলে পুরো দায়টা তো চেয়ারম্যানের। তাহলে প্রাক্তন মন্ত্রী জেলে কেন ? কী করে জেলে গেলেন ? তার সঙ্গে সম্পর্ক কোথায় ? সেসব নিশ্চয়ই এসটাবলিশ হয়েছে। তাই উনি গেছেন। কাজেই, অটোনোমাস মুখে দাবি করলেও যে কী হচ্ছে সেটা নিয়ে আমার প্রত্যক্ষ অভিজ্ঞতা আছে। প্রমাণ তো করতে পারব না। কারণ, অনেক কিছু আন্ডার দ্য টেবিলে হয়। বলা হয়। কারণ, আমি জানতাম, স্বচ্ছ ব্যবস্থা না করলে শেষ দায়ভার চেয়ারম্যানকেই নিতে হবে। যার জন্য বেশকিছু লোক যাঁরা দায়িত্বে ছিলেন, তাঁরা জেল খাটছেন। আর বাকিরা বাইরে দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। সেটা যদি তাঁরা আগে ভাবতেন তাহলে ওএমআর শিটটা দিতেন। বা, ওমএমআর শিটটা স্ক্যান করে ওয়েবসাইটে তুলে দিতেন। ছেলেরা দেখে নিত। আর একটা বিষয়, <a title="এসএসসি" href="https://bengali.abplive.com/topic/ssc" data-type="interlinkingkeywords">এসএসসি</a>তে এমন পরিকাঠামো আছে, তারজন্য ইভ্যালুয়েশন করার জন্য আউটসোর্স করার প্রয়োজন নেই।" </p>
Source link
‘স্বচ্ছতা নিয়ে করার মানসিকতাটা গোড়া থেকেই ছিল না’, সাফ কথা SSC-র প্রাক্তন চেয়ারম্যানের
