<p><strong>কলকাতা :</strong> কোনও তালিকা প্রকাশ করল না এসএসসি কর্তৃপক্ষ। বৈঠক সেরে এসএসসি ভবন থেকে বেরিয়ে এমনই জানিয়েছেন চাকরিহারাদের এক প্রতিনিধি। তিনি এও জানিয়েছেন যে এসএসসি- র তরফে বলা হয়েছে, ফোর্থ কাউন্সেলিং থেকে সব কাউন্সেলিং বাতিল। যতদিন না সুরাহা মিলবে ততদিন এসএসসি ভবন ঘেরাও করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারা বিক্ষোভকারীরা। কর্মচারী থেকে চেয়ারম্যান কাউকে বেরোতে দেওয়া হবে। বিক্ষোভরতরা নিজেরাও যাবেন না কোথাও। এমনটাই জানানো হয়েছে চাকরিহারাদের প্রতিনিধি দলের তরফে। </p>
<p>বৈঠক সেরে বেরিয়ে কী বললেন চাকরিহারাদের এক প্রতিনিধি… </p>
<p>’আমরা কোনও পজিটিভ বার্তা পাইনি। আমরা দেখলাম ভিতরে যাওয়ার পর, ওনারা একটা অন্য গেম খেলছেন। থার্ড কাউন্সেলিংয়ের পর থেকে বাকিদেরকে ওনারা আনটেনটেড বলতে পারছেন না। তাহলে কি আমরা স্যালারি পাব না? ফোর্থ কাউন্সেলিংয়ের থেকে বাকি কাউন্সেলিংরা স্যালারি পাবেন না। তাঁরা স্কুলে যেতে পারবেন না। তাঁদের চাকরি চলে গেল। মামারবাড়ির আবদার নাকি? চাকরি চুরি করল এসএসসি আর সরকার, সরকার এত বড় দুর্নীতি করল, ইয়ার্কি পেয়েছেন নাকি আমাদেরকে? একজনকেও ছেড়ে কথা বলব না, শেষ করে দেব। যদি আমাকে অযোগ্য বলা হয়, আমার চাকরি যদি চলে যায়, এই এসএসসি অফিস জ্বালিয়ে-পুড়িয়ে শেষ করে দেব। আজকে, এই মুহূর্ত থেকে যতক্ষণ না সুরাহা হচ্ছে আমরা এসএসসি অফিস ঘেরাও করে রাখব। একজন কর্মচারী আর চেয়ারম্যানকে বেরোতে দেব না আমার ইমিডিয়েট সলিউশন চাই।’ </p>
<p>’আমাদের চাকরি গেছে এসএসসি- র দুর্নীতির জন্য, পর্ষদের দুর্নীতির জন্য। তাদের কী হবে? ছেলেখেলা হচ্ছে? কাল থেকে স্কুলে যেতে পারব না। স্যালারি দেবে না। টাকা কোথায় পাব? পাড়ার লোকেরা অসামাজিক বলবে, বলবে অযোগ্য, বলবে টাকা দিয়ে নিশ্চয় চাকরি পেয়েছে। তাঁরা তো জানবে না। দায়িত্ব কে নেবে? ইমিডিয়েট সবাই এসএসসি অফিস ঘেরাও করো। এই গেট ওই গেট সমস্ত গেট বন্ধ করো। কাউকে যেতে দেব না। আমাদেরকে গুলি করে মেরে দিক। লাঠিচার্জ করুক। নিয়ে চলে যাক। কাউকে ভয় পাই না। আমার চাকরি নিয়ে ছেলেখেলা? আমাকে অযোগ্য বলা? ইয়ার্কি পেয়েছে? যতক্ষণ না সুরাহা পাচ্ছি একজনও বাড়ি যাবেন না। এই <a title="এসএসসি" href="https://bengali.abplive.com/topic/ssc" data-type="interlinkingkeywords">এসএসসি</a> অফিস, ২ থেকে ৩ দিন, যতদিন না সুরাহা মিলবে, ঘেরাও করে রাখব। না কাউকে যেতে দেব, না আমরা যাব।'</p>
<p>’আমরা বলে এসেছি, আপনি কথা বলুন মুখ্যমন্ত্রীর সঙ্গে। যদি এইভাবে আমাদের চাকরি কেড়ে নেন, ২ কোটি টাকা ক্ষতিপূরণ দিন। শুধু তাই নয়, সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী, চ্যালা-চামুণ্ডা যত আছে, সব বসে ওপেন মিটিংয়ে বলুন দোষ আমাদের, ওদেরকে বলি হতে হল, তাই ২ কোটি টাকা দিচ্ছি। ইয়ার্কি পেয়েছে। যেরম নাচাবে সেরম নাচব? আরে গুলি করে মেরে দিন। কারও কথা শুনি না, কারও কথা শুনতেও যাব না। আমি যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি। যোগ্য হয়ে চাকরি পেয়েছি। ইয়ার্কি পেয়েছে নাকি এখানে। আমরা কাউকে ছেড়ে কথা বলব না, সে তুমি যেই হও। দুটো গেট বন্ধ করো। কাউকে ছাড়বে না। কাউকে যেতে দেবে না। এখানে গুলি করে মেরে দিক। লাঠিচার্জ করুক। যা করে দিক, আমরা উঠব না। যোগ্যতার নিরিখে চাকরি পেয়েছি। কারও দোষে আমি দোষী হতে চাই না। </p>
<p>’কিচ্ছু বলেনি। কোনও সুরাহা নেই। কিচ্ছু হল না। আজকে তারা দুর্নীতি করল, টাকা খেল, আর আমার চাকরি চলে যাবে, আমি অযোগ্য? ইয়ার্কি হচ্ছে এখানে? বলছে ফোর্থ কাউন্সেলিং থেকে সব কাউন্সেলিং বাতিল। কীসের জন্য? আমরা তো টাকা দিইনি? তাহলে কীসের জন্য? স্যালারি থাকবে না? স্কুলে যেতে পারব না? অসামাজিক হয়ে যাব? অযোগ্য চিহ্নিত হব? কেন? মামারবাড়ির আবদার নাকি? আমরা ঘেরাও করে রাখব। কাউকে যেতে দেব না, নিজেরাও যাব না।’ </p>
Source link
‘২ কোটি ক্ষতিপূরণ দিন, মুখ্যমন্ত্রী-শিক্ষামন্ত্রী ওপেনলি বলুন, দোষ আমাদের, তাই টাকা দিচ্ছি’
