NOW READING:
আগামীকাল SSC ভবনের সামনে মহাসমাবেশের ডাক চাকরিহারাদের, রাতভর অবস্থান-বিক্ষোভের সিদ্ধান্ত
April 21, 2025

আগামীকাল SSC ভবনের সামনে মহাসমাবেশের ডাক চাকরিহারাদের, রাতভর অবস্থান-বিক্ষোভের সিদ্ধান্ত

আগামীকাল SSC ভবনের সামনে মহাসমাবেশের ডাক চাকরিহারাদের, রাতভর অবস্থান-বিক্ষোভের সিদ্ধান্ত
Listen to this article



<p><strong>কলকাতা :</strong> আগামীকাল অর্থাৎ মঙ্গলবার এসএসসি ভবনের সামনে মহাসমাবেশের ডাক দিয়েছেন চাকরিহারা বিক্ষোভকারীরা। আজ রাতভর চলবে অবস্থান-বিক্ষোভ। এসএসসি চেয়ারম্যান-সহ কর্মীদেরও ‘ঘেরাও’ করে রাখার হুঁশিয়ারি দিয়েছেন চাকরিহারারা। যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করতেই হবে, আপাতত এটাই তাঁদের দাবি। সুরাহা না মেলা পর্যন্ত চলবে ‘ঘেরাও-অবস্থান’। এমনটাই হুঙ্কার দিয়েছেন আন্দোলনকারীরা। আচার্য সদনের সামনের রাস্তাতেই বসে রয়েছেন তাঁরা। স্লোগান উঠছে, ‘আমরা কারা, যোগ্য যারা’। সাফ জানিয়ে দিয়েছেন, ‘কাউকে বেরোতে দেব না। আমরাও যাব না।’ <a title="এসএসসি" href="https://bengali.abplive.com/topic/ssc" data-type="interlinkingkeywords">এসএসসি</a> ভবনের দুটো গেট আটকে দেওয়া হয়েছে বলে খবর।</p>
<p>আন্দোলনকারীদের তরফে আহ্বান জানানো হয়েছে, ‘আগামীকাল রাজ্যের সমস্ত শিক্ষক-শিক্ষিকা, ছাত্রছাত্রী, শুভবুদ্ধি সম্পন্ন মানুষের প্রত্যেককে বলব সবকিছু ছেড়ে এসএসসি অফিসের সামনে আমাদের সঙ্গ দিতে আসুন। রাজ্যের শিক্ষাব্যবস্থা যেটা রসাতলে যাচ্ছে সেটা ধরে রাখার জন্য, আপনারা একত্রিত হোন। শিক্ষার স্বার্থ রক্ষা করুন। আমাদের দাবি পূরণ না হলে অনির্দিষ্টকাল এই আন্দোলন চলবে। রাজনীতির ঊর্ধ্বে উঠে আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। রাজ্যের স্বার্থে, শিক্ষার স্বার্থে, যোগ্যদের স্বার্থে সকলে একত্রিত হয়ে আমাদের পাশে এসে দাঁড়ান। আন্দোলনে অংশ নিন।’&nbsp;</p>
<p><iframe title="SSC Case : ‘যতদিন না সুরাহা, SSC অফিস ঘেরাও’, বিক্ষোভে চাকরিহারারা" src="https://www.youtube.com/embed/euOXOp3UfP0" width="853" height="480" frameborder="0" allowfullscreen="allowfullscreen"></iframe></p>
<p>এসএসসি ভবনের সামনে অবস্থান-বিক্ষোভে শামিল হয়েছেন প্রচুর মহিলাও। স্বভাবতই পানীয় জল এবং শৌচালয়ের সমস্যা দেখা দিয়েছে। চাকরিহারাদের একাংশের অভিযোগ, বায়ো টয়লেটের ব্যবস্থা এখনও করা হয়নি। পুলিশকে বলেও কোনও সমাধান মেলেনি। তাই কার্যত হুঁশিয়ারি দিয়ে তাঁরা জানিয়েছেন, আধঘণ্টা অপেক্ষা করার পর এসএসসি ভবনের ভিতরের শৌচালয় তাঁরা ব্যবহার করবেন। সেখানে থাকা পানীয় জলই খাবেন। এর পাশাপাশি বারংবার স্পষ্ট ভাষায় আন্দোলনকারীরা জানিয়েছেন, এসএসসি ভবন থেকে কাউকে বেরোতে দেওয়া হবে না। ‘ওনারা ভিতরে এসি ঘরে থাকুন। আমরা বাইরে আছি। দাবি না মেটা পর্যন্ত কোথাও যাব না আমরা।’&nbsp;</p>
<p>’থার্ড কাউন্সেলিং পর্যন্ত বৈধ’ এই খবর বাইরে আসতেই সোমবার সন্ধ্যা থেকে ধুন্ধুমার পরিস্থিতি শুরু হয় এসএসসি ভবনের সামনে। ধস্তাধস্তি বেঁধে যায় পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন হয় বিশাল পুলিশবাহিনী। পুলিশকে ধাক্কা মেরে এসএসসি ভবনের ভিতরে প্রবেশের চেষ্টা করেন বিক্ষোভকারীরা। তবে বাধা পেয়ে আচার্য সদনের সামনেই বসে পড়েন তাঁরা। এখন নতুন করে বিক্ষোভ চলছে এসএসসি ভবনের সামনে। বায়ো টয়লেট এবং পানীয় জলের দাবিতে পুলিশের সঙ্গে কথা বলতে গেলে সদুত্তর মেলেনি, এমনই অভিযোগ আন্দোলনকারীদের। রাতভর আন্দোলন চালাতে গেলে বায়ো টয়লেট এবং পানীয় জল অত্যন্ত প্রয়োজন। হাততালি দিয়ে, খালি বোতল বাজিয়ে, স্লোগান দিয়ে চলছে প্রতিবাদ। রাত বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ।&nbsp;</p>



Source link