NOW READING:
আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই
March 18, 2025

আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই

আরও বিপাকে প্রাক্তন শিক্ষামন্ত্রী, পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই
Listen to this article


প্রকাশ সিনহা, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বিরুদ্ধে রাজসাক্ষী হলেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। যার জেরে আরও বিপাকে শ্বশুরমশাই। শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দেন কল্যাণময় ভট্টাচার্য।

পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে রাজসাক্ষী হলেন জামাই: স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় শ্বশুরমশাই গ্রেফতার হওয়ার পর, নাম জড়িয়েছিল তাঁরও।লনাম রয়েছে কেন্দ্রীয় এজেন্সির চার্জশিটে। এবার সেই নিয়োগ দুর্নীতি মামলাতেই পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে, ‘রাজসাক্ষী’ হলেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। সূত্রের খবর, গত শনিবার কলকাতা নগর দায়রা আদালতে ম্যাজিস্ট্রেটের সামনে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের গোপন জবানবন্দি নেওয়া হয়েছে। তদন্তে ED-র র‍েডারে আসে তাঁর প্রয়াত স্ত্রীর নামে পিংলায় তৈরি হওয়া, বাবলি চট্টোপাধ্যায় মেমোরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল, যার চেয়ারম্যান পার্থ চট্টোপাধ্যায়ের জামাই কল্যাণময় ভট্টাচার্য।

ED-র চার্জশিটে দাবি করা হয়, প্রথমে স্কুলের জমি কেনা ও পরে কনস্ট্রাকশনের জন্য নগদে ১৫ কোটি টাকা দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়। সেই টাকা খরচ করা হয়েছিল তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্যের মাধ্যমে। এই মামলায় আগেই প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে ‘রাজসাক্ষী’ হতে চাওয়ার কথা জানিয়েছিলেন তাঁর জামাই কল্যাণময় ভট্টাচার্য। শেষ পর্যন্ত তাই হলেন তিনি। কল্য়াণময় চট্টোপাধ্য়ায় রাজসাক্ষী হওয়ায় কি পার্থ চট্টোপাধ্য়ায় আরও বিপাকে পড়বেন? লেনদেন সংক্রান্ত বহু রহস্য় উন্মোচিত হবে পার্থ চট্টোপাধ্য়ায়ের জামাইয়ের হাত ধরে? পার্থ চট্টোপাধ্য়ায়ের জামিন পেয়ে জেল থেকে বেরোনোর সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে যাবে?

ED-র বিশেষ আদালতের রায়ের কপিতে উল্লেখ করা হয়, কল্যাণময় ভট্টাচার্য স্বেচ্ছায় রাজসাক্ষী হতে চেয়েছেন এবং তাঁর উপর কেউ প্রভাব খাটায়নি। তিনি ব্যক্তিগত ও স্বাধীনভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। রায়ের কপিতে লেখা আছে, আদালতের ক্ষমা পাওয়া এবং রাজসাক্ষী হওয়ার বিষয় সংক্রান্ত শর্তগুলি আগেই কল্যাণময়কে জানিয়ে দেওয়া হয়েছে। তাঁকে এটাও জানিয়ে দেওয়া হয়েছে, রাজসাক্ষী হিসেবে আদালত তাঁকে যদি ক্ষমাও করে, তবু তিনি নির্দোষ প্রমাণিত হবেন না। তিনি জানিয়েছেন যে, শর্তাধীন ক্ষমা পেতে প্রস্তুত এবং তিনি মামলা সম্পর্কে সমস্ত তথ্য প্রকাশ্যে আনতে তৈরি। ম্যাজিস্ট্রেটের কাছে পার্থ চট্টোপাধ্যায়ের জামাইয়ের গোপন জবানবন্দি রেকর্ড করার নির্দেশ দেন বিচারক। সেই অনুযায়ী গত শনিবার ম্যাজিস্ট্রেটের সামনে বয়ান দেন কল্যাণময় ভট্টাচার্য।        

আরও পড়ুন: TMC Poster Controversy:”হিন্দু যদি ভাই ভাই, গ্যাসে কেন ছাড় নাই?” রাজ্যজুড়ে পোস্টার তৃণমূলের IT সেলের

আরও দেখুন



Source link