NOW READING:
‘কাউকে বেরোতে দেব না’, চাকরিহারা বিক্ষোভকারীদের ‘হুঙ্কার’ এসএসসি ভবনের সামনে
April 21, 2025

‘কাউকে বেরোতে দেব না’, চাকরিহারা বিক্ষোভকারীদের ‘হুঙ্কার’ এসএসসি ভবনের সামনে

‘কাউকে বেরোতে দেব না’, চাকরিহারা বিক্ষোভকারীদের ‘হুঙ্কার’ এসএসসি ভবনের সামনে
Listen to this article



<p><strong>কলকাতা :</strong> এসএসসি ভবনের সামনে ধুন্ধুমার। রয়েছে তুমুল উত্তেজনা। এসএসসি ভবন থেকে বেরোতে যাচ্ছিলেন বেশ কয়েকজন কর্মী। তাঁদেরকেও বেরোতে দেওয়া হয়নি বলে খবর। বিক্ষোভকারী চাকরিহারার তাঁদেরও আটকে দিয়েছেন বলে শোনা গিয়েছে। সেই সঙ্গে চাকরিহারাদের মুখে শোনা গিয়েছে ‘হুঙ্কার’ – ‘কাউকে বেরোতে দেব না’। সন্ধে থেকেই শিক্ষামন্ত্রী এবং <a title="এসএসসি" href="https://bengali.abplive.com/topic/ssc" data-type="interlinkingkeywords">এসএসসি</a>- র চেয়ারম্যানের পদত্যাগের দাবি তুলেছেন চাকরিহারা বিক্ষোভকারীরা। রীতিমতো হুঁশিয়ারি শোনা গিয়েছে তাঁদের মুখে। ‘ওএমআর কপি না দিলে উঠছি না’, ‘ললিপপ নিয়ে বাড়ি যাব না’, ‘চেয়ারম্যানকে আজ সিংহাসন থেকে নামাব’, বলছেন চাকরিহারাদের একাংশ। আচার্য সদনের বাইরে হাজার হাজার চাকরিহারাদের বিক্ষোভ। পুলিশকে ঠেলে ভিতরে ঢোকার চেষ্টা চাকরিহারাদের। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন প্রচুর পুলিশ।&nbsp;</p>



Source link