NOW READING:
‘সরকারি আইনজীবী কোথায়?, তদন্তকারী অফিসার কোথায়?’ নিয়োগ দুর্নীতি মামলায় কোর্টে ভর্ৎসিত CBI
July 1, 2025

‘সরকারি আইনজীবী কোথায়?, তদন্তকারী অফিসার কোথায়?’ নিয়োগ দুর্নীতি মামলায় কোর্টে ভর্ৎসিত CBI

‘সরকারি আইনজীবী কোথায়?, তদন্তকারী অফিসার কোথায়?’ নিয়োগ দুর্নীতি মামলায় কোর্টে ভর্ৎসিত CBI
Listen to this article


প্রকাশ সিনহা, কলকাতা : নিয়োগ দুর্নীতি মামলায় ব্য়াঙ্কশাল কোর্টে ভর্ৎসিত সিবিআই। কোর্টে শুনানির দিন গরহাজির, উপস্থিত ছিলেন না সিবিআইয়ের তদন্তকারী অফিসার। শুনানিতে ছিলেন না সিবিআইয়ের সরকারি আইনজীবী। অন্য এক আইনজীবী CBI-র হয়ে দাঁড়ান শুনানিতে। আর এখানেই প্রশ্ন তোলেন বিচারক। ‘সরকারি আইনজীবী কোথায়? তদন্তকারী অফিসার কোথায়?’ প্রশ্ন তোলেন তিনি।

আরও পড়ুন, ‘কেন নতুন বিধি এনে জটিলতা ?’, এবার হাইকোর্টের প্রশ্নের মুখে SSC

এদিন যখন মামলার শুনানি শুরু হয়, বিচারক শুভেন্দু সাহা তিনি যখন কোর্ট রুমে আসেন, তিনি দেখেন যে, এই মামলার তদন্তকারী অফিসার বা কোনও সিবিআই অফিসার কোর্টে উপস্থিত ছিলেন না। গরহাজির ছিলেন তারা। এবং এই মামলায় যিনি সরকারি আইনজীবী , তিনিও কিন্তু সেখানে ছিলেন না। সিবিআই এর একজন জুনিয়র আইনজীবী, তিনি কোর্টে ছিলেন। এরপরেই ‘সরকারি আইনজীবী কোথায়? তদন্তকারী অফিসার কোথায়?’ প্রশ্ন তোলেন বিচারক। তখন জুনিয়র আইনজীবী বলেন যে, ‘তাঁরা ব্য়স্ত রয়েছেন, আসতে পারেননি।’ এরপরেই ক্ষুদ্ধ হন বিচারক। বলেন, একমাত্র আমি ব্যস্ত না, বাকি সবাই ব্যস্ত। যে সময় কাউকে গ্রেফতার করা হয়, সেসময় আপনাদের প্রচুর সময় থাকে, অ্যারেস্ট করার পর আপনাদের তৎপরতা দেখা যায়। কিন্তু যখনই বিচারপ্রক্রিয়া শুরু হয়, আপনাদের কাছে কোর্টরুমে আসার সময় পর্যন্ত নেই।’

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 



Source link