NOW READING:
SSC অভিযানের দিনই চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী, থাকবেন SSC-র চেয়ারম্যান
April 11, 2025

SSC অভিযানের দিনই চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী, থাকবেন SSC-র চেয়ারম্যান

SSC অভিযানের দিনই চাকরিহারাদের নিয়ে বৈঠকে বসছেন শিক্ষামন্ত্রী, থাকবেন SSC-র চেয়ারম্যান
Listen to this article



<p>ABP Ananda Live: যোগ্য়-অযোগ্য় আলাদা করতে ক্রমেই জোরালো হচ্ছে OMR শিটের মিরর ইমেজ প্রকাশের দাবি। এই দাবি সামনে রেখেই SSC অফিস অভিযানের ডাক দিয়েছেন চাকরিহারারা। অন্য়দিকে, কালই আবার চাকরিহারাদের বৈঠকে ডেকেছে রাজ্য সরকার। বিকাশ ভবনের বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ছাড়াও থাকবেন এসএসসির চেয়ারম্যান, মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি-সহ শিক্ষা দফতরের আধিকারিকরা। চাকরিহারাদের অনেকেই বৈঠকে যাবেন বলে জানিয়েছেন। কিন্তু আদৌ কোনও সমাধান সূত্র মিলবে কি? প্রশ্ন তুলছেন বিরোধীরা।</p>
<p>&nbsp;</p>
<p><strong>হাঁসফাঁস গরমে স্বস্তির খবর, ঝড়বৃষ্টির পূর্বাভাস উত্তর থেকে দক্ষিণে, আগামীকাল থেকে কেমন থাকবে আবহাওয়া?</strong></p>
<p>&nbsp;ঝড়বৃষ্টির পূর্বাভাস আগেই ছিল। ১০ থেকে ১৪ এপ্রিল, উত্তর এবং দক্ষিণবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবন রয়েছে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বাংলার বিভিন্ন জেলায়। এমনই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আপাতত উত্তর-পূর্ব বিহারের উপর একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যা সমুদ্রতল থেকে উপরে, ৩.১ কিলোমিটার থেকে ৫.৮ কিলোমিটারের মধ্যে রয়েছে। অন্যদিকে আরেকটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে উত্তর বাংলাদেশের উপর, যা সমুদ্রতল থেকে ০.৯ কিলোমিটার ঊর্ধ্বে রয়েছে। উপযুক্ত বায়ুর ধরন এবং বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতার জেরে ১০ থেকে ১৪ এপ্রিল পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হবে। সঙ্গে বইবে ঝোড়ো হাওয়াও।</p>



Source link