NOW READING:
যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ কবে ? শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যে আশ্বাস দিলেন SSC চেয়ারম্যান…
April 11, 2025

যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ কবে ? শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যে আশ্বাস দিলেন SSC চেয়ারম্যান…

যোগ্য-অযোগ্য তালিকা প্রকাশ কবে ? শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে যে আশ্বাস দিলেন SSC চেয়ারম্যান…
Listen to this article


কলকাতা : আড়াই ঘণ্টার বেশি সময় ধরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও এসএসসির চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করলেন চাকরিহারাদের প্রতিনিধিরা। দীর্ঘক্ষণ বৈঠকের পর বিকাশ ভবন থেকে বেরিয়ে এলেন চাকরিহারাদের প্রতিনিধিরা। বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে, কোনও আশ্বাস কি মিলেছে ? বৈঠক শেষে সেই কথাই জানালেন চাকরিহারাদের প্রতিনিধিরা।

চাকরিহারাদের এক প্রতিনিধি বলেন, “আমাদের আলোচনা হয়েছে। দুটো পার্টে আলোচনা হয়েছে। আমাদের দাবি যেগুলো ছিল সেগুলো নিয়ে। আর একটা আইনি বিষয় নিয়ে। আমরা বলেছিলাম, যোগ্য-অযোগ্য তালিকা সার্টিফাই করে পাবলিশ করতে হবে। শিক্ষামন্ত্রীর উপস্থিতিতে এসএসসির চেয়ারম্যান জানিয়েছেন, যোগ্য-অযোগ্য তালিকা ওরা ইতিমধ্যে তৈরি করতে শুরু করে দিয়েছে। পরের রবিবারের মধ্যে হয়ত হয়ে যেতে পারে। আইনি পরামর্শ নিয়ে সোমবার নাগাদ সেটা পাবলিশ করবেন। পরের সপ্তাহের সোমবার। সম্ভবত ২১ তারিখ।”

তিনি আরও বলেন, “আর ২২ লক্ষ যে মোট পরীক্ষার্থী ছিলেন, তাঁদের ওএমআর পাবলিশের কথাও আমরা বলেছি। ওঁরা বলেছেন, সেটা তো আছে। আইনি পরামর্শ নেবেন। যদি ওঁরা পজিটিভ বার্তা দেন যে কোনও অসুবিধা নেই, তাহলে অবশ্যই সেটাও পাবলিশ করা হবে। যেটা আমরা বলেছিলাম, মিরর ইমেজ। যেটা ওঁরা জানালেন, মিরর ইমেজ তো নেই। কারণ মিরর ইমেজ থাকলে সিবিআই নিশ্চয়ই খুঁজে পেত। যেটা আছে এখন, সেটা অ্যাকর্ডিং টু সিবিআই। মানে, সাবমিটেড বাই সিবিআই। সেই মিরর ইমেজটা আছে। যদি সেটা মনে হয় তাহলে সেটা ওঁরা দেবেন। এই তিনটে দাবি আমাদের ছিল। এই তিনটের উত্তর ওঁরা দিয়েছেন। আর আইনি পরামর্শের ক্ষেত্রে, রিভিউ বা কিউরেটিভ যাই হোক…প্রথমে তো রিভিউ হবে, রিভিউয়ে যাওয়ার আগে কী ধরনের আলোচনা হবে সেটা আমাদের সঙ্গে যেন আলোচনা করেন। একসঙ্গে বসে। সেটায় ওঁরা রাজি হয়েছেন।”

বৈঠক শেষে চাকরিহারারা কি খুশি ? এই প্রশ্নের উত্তরে ওই প্রতিনিধি বলেন, “আশ্বস্ত সেদিনই হব বা স্বস্তি পাব, আশ্বস্ত হওয়ার জায়গা এখনই নয়। স্বস্তি আমরা সেদিনই পাব যেদিন পুরো আইনি পথে আমরা পুরোপুরি জিতে আসব। তার আগে আমরা স্বস্তির নিশ্বাস ফেলছি না। আমরা তো অনশন করিনি। যাঁরা চাকরিহারা আছেন, তাঁদের সঙ্গে আলোচনা করে অবশ্যই করব। আপাতত বেতন চালু থাকবে কি না সেটা নিয়ে আইনি পরামর্শ চলছে। তবে, আমরা দেখেছি, স্যালারি পোর্টাল খুলে দিয়েছে। এটুকু আছে। বেতন সাবমিট হবে। “

আরও দেখুন



Source link