NOW READING:
‘মাথা ঘুরে পড়ে যাই, পুলিশ অসহযোগিতা করে’,গভীর রাতে অসুস্থ হয়ে পড়লেন চাকরিহারা অনশনকারী শিক্ষক
April 13, 2025

‘মাথা ঘুরে পড়ে যাই, পুলিশ অসহযোগিতা করে’,গভীর রাতে অসুস্থ হয়ে পড়লেন চাকরিহারা অনশনকারী শিক্ষক

‘মাথা ঘুরে পড়ে যাই, পুলিশ অসহযোগিতা করে’,গভীর রাতে অসুস্থ হয়ে পড়লেন চাকরিহারা অনশনকারী শিক্ষক
Listen to this article



<p><strong>ঐশী মুখোপাধ্যায়, কলকাতা : </strong>আজও চাকরিহারাদের অনশন চলছে <a title="এসএসসি" href="https://bengali.abplive.com/topic/ssc" data-type="interlinkingkeywords">এসএসসি</a> ভবনের সামনে। ৩ জন শিক্ষক ও শিক্ষাকর্মী লাগাতার অনশন চালিয়ে যাচ্ছেন। তাঁদের সঙ্গে অবস্থান করছেন আরও কয়েকজন শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মী। গতকাল গভীর রাতে চাকরিহারা অনশনকারী সুমন বিশ্বাস অসুস্থ হয়ে পড়েন। তাঁকে সল্টলেকের একটি হাসপাতালে ভর্তি করা হয় । প্রাথমিক চিকিৎসার পরে ভোর সাড়ে ৪টে নাগাদ ছেড়ে দেওয়া হয় তাঁকে। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ফের অনশনে যোগ দেন তিনি। অন্যদিকে, আর একাংশ ওয়াই চ্যানেলে তাঁদের ধর্না-অবস্থান চালিয়ে যাচ্ছেন। রিভিউ পিটিশন তাঁরা কীভাবে দাখিল করবেন এবং রিভিউয়ের জন্য তাঁদের কী কী বক্তব্য থাকবে সেই সমস্ত বিষয়ে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করছেন। এরই মধ্যে গতকাল অনশনমঞ্চে অসুস্থ হয়ে পড়েন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস।&nbsp;কী শারীরিক সমস্যা হয়েছিল তাঁর ?</p>
<p>এপ্রসঙ্গে ওই চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস বলেন, "রাত দেড়টা-দু’টো নাগাদ মাথা ঘুরে পড়ে যাই। তারপর আমরা পুলিশের সাহায্য যাই। পুলিশ অসহযোগিতা করে। তারপরে আমাদেরই সহকর্মীরা আমাকে ধরে নিয়ে সল্টলেক সাব-ডিভিশন হাসপাতালে নিয়ে যান। চিকিৎসক আমাকে অনশন তুলে নিতে বলেন। আমার ডান কিডনিতে সমস্যা আছে। ইউএসজি করতে বলেন। আমরা এখন এই পরিস্থিতির মধ্যে রয়েছি।"&nbsp;</p>
<p><strong>শারীরিক অসুস্থতা নিয়েও কি অনশন চালিয়ে যাবেন ?</strong></p>
<p>এই প্রশ্নের উত্তরে চাকরিহারা শিক্ষক বলেন, "মুখ্যমন্ত্রী কতটা নির্মম ভাবুন। আমাদের বক্তব্য, যোগ্যদের তালিকা দিয়ে দিন। মিরর ইমেজ প্রকাশ করে, রায় রিভিউ করে যোগ্যদের চাকরিটা বাঁচান। সেজন্য আমরা চারদিন ধরে অনশনে আছি। সরকারের কোনও প্রতিনিধি আসেনি। রায় রিভিউ করে যোগ্যদের বাঁচাতে হবে। দুর্নীতি হয়েছে। আর দুর্নীতির জন্য় আমাদের পরিবার ভেসে যাবে ? লোন আছে, অসুস্থ বাবা-মা আছে। আমরা কোথায় যাব ? এটুকুই আমাদের বক্তব্য। সরকার কতটা নির্মম।"&nbsp;&nbsp;</p>
<p>এদিকে গান্ধীমূর্তির পাদদেশ থেকে সরে গেলেন অবস্থানরত চাকরিহারা শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। আজ সকাল থেকে ধর্মতলার ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করেছেন তাঁরা। গতকাল দিনভর গান্ধীমূর্তির পাদদেশেই বসেছিলেন চাকরিহারাদের একাংশ। রাতে পুলিশ তুলে দেয় বলে দাবি চাকরিহারাদের। হাইকোর্টের অনুমতি নিয়ে গান্ধীমূর্তির পাদদেশে ইতিমধ্যেই অবস্থান করছে ২০১৬ সালের ওয়েটিং লিস্টে থাকা চাকরিপ্রার্থীদের একাংশ। তাই তাঁদের অন্যত্র সরে যেতে বলে পুলিশ, দাবি চাকরিহারাদের। এরপরেই ওয়াই চ্যানেলে অবস্থান শুরু করলেন চাকরিহারারা। অবস্থানের পাশপাশি পরবর্তী কর্মসূচি ঠিক করতে সকাল থেকে বৈঠকে বসেছেন তাঁরা।</p>



Source link