<p>ABP Ananda LIVE: ২৬০০০ চাকরি বাতিলের জন্য একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্য়ায়’ । এসএসসির অটোনমি শেষ করেছেন মুখ্যমন্ত্রী’ । ওএমআর নষ্ট করেছে, পুড়িয়ে দেওয়া হয়েছে’ । আমরা যোগ্য যাঁরা বলছেন সেটা সিবিআই তদন্তের জন্যই’ । যোগ্যদেরকে রক্ষা করতে হাইকোর্ট-সুপ্রিম কোর্ট ৩ বছর সময় দিয়েছে’ । ‘একবারও যোগ্য-অযোগ্যদের তালিকা দেয়নি রাজ্য সরকার’ ‘সুপ্রিম কোর্টের রায় অনুযায়ী ২০১৬ সালের ২৩ লক্ষ পরীক্ষার্থীকে পরীক্ষায় বসতে দিতে হবে’ । সুপ্রিম কোর্টে যোগ্য তালিকা দিক রাজ্য সরকার’ । তাহলেই দুধ-জল আলাদা হবে, যোগ্যদের সমস্যা থাকবে না’ । উনি বলছেন আমি আইনজীবী, সুপ্রিম কোর্টে যোগ্যদের হয়ে মুখ্যমন্ত্রী সওয়াল করুন’ অযোগ্যদের জন্য যোগ্যদের বলি দেওয়া হয়েছে’ । ২০২৬ সালে ক্ষমতায় আনলে ন্যায় পাবেন’ ২১ তারিখ চাকরিপ্রার্থী, যোগ্যদের শিক্ষক সংগঠন, নবান্ন অভিযানের ডাক দিয়েছেন’ ‘১৫ এপ্রিলের মধ্যে সুপ্রিম কোর্টে যোগ্যদের তালিকা না দিলে, ২১ এপ্রিল লক্ষ মানুষ পতাকা ছাড়া নবান্নে যাবে’ । ৩০০০ চাকরি বিক্রির জন্য হরিয়ানার প্রাক্ত মুখ্যমন্ত্রী জেলে গেছেন’ । ‘২০২৬ সালে ৫ মে-র আপনারাও জেলে যান, বিজেপি এটাই চায়’, মমতাকে আক্রমণ শুভেন্দুর।</p>
Source link
শুভেন্দুর সঙ্গে দেখা করলেন চাকরিহারারা, ‘১৯ হাজার অযোগ্য?’ প্রশ্ন বিরোধী দলনেতার
