<p>ABP Ananda Live: দলবল নিয়ে জেলে যাওয়া উচিত মুখ্যমন্ত্রীর’। ‘চোরেদের বাইরে থাকার অধিকার নেই’। ‘তৃণমূলের নেতাদের থেকে টাকা ফেরত পেতে গাছে বাঁধুন’। ‘গাথে বেঁধে উত্তমমধ্যম দিন ‘। বললেন সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পাস না পাওয়ায় নেতাজি ইন্ডোরের বাইরে চাকরিহারাদের বিক্ষোভ । পাস ঘুরপথে বিক্রি করা হয়েছে, অভিযোগ বিক্ষোভকারী শিক্ষক-শিক্ষিকা, অশিক্ষক কর্মীদের একাংশের। পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে বচসা বাধে। চাকরিহারাদের দাবি, ২৬ হাজারের চাকরি গেছে, কোথাও যোগ্য-অযোগ্য বিভাজন করা যায়নি। তাহলে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসার ক্ষেত্রে বিভাজন কেন? প্রশ্ন বিক্ষোভকারীদের। মুখ্যমন্ত্রী বলেননি, পাস নিয়ে ঢুকতে হবে, তাহলে কেন পুলিশ আটকাচ্ছে? প্রশ্ন চাকরিহারাদের। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। সোমবার চাকরিহারাদের সংগঠনের সভায় যোগ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুপ্রিম রায়ের পরই বিভিন্ন মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে SSC কি এই চোখের জলের দায় এড়াতে পারে? রাজ্য সরকার কি দায়িত্ব অস্বীকার করতে পারে? চাকরিহারাদের একাংশ ক্ষোভ উগরে দিচ্ছে সরাসরি রাজ্য সরকারের বিরুদ্ধে। </p>
Source link
‘চোরেদের বাইরে থাকার অধিকার নেই’, SSC রায় নিয়ে তীব্র আক্রমণ সুকান্তর
