SSC Case: ডেডলাইনই সার। চাকরিহারাদের সঙ্গে বৈঠকে যোগ্যদের তালিকা প্রকাশ করল না এসএসসি। দাবি আদায়ে রাতভর ঘেরাওয়ের হুঁশিয়ারি শিক্ষক-শিক্ষাকর্মীদের। তবে এসএসসি- র চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একটি বিবৃতি দিয়েছেন। সেখানে বলা হয়েছে, ‘সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে স্কুল সার্ভিস কমিশন। এব্যাপারে অবস্থান স্পষ্ট করে দেওয়া হয়েছে। যারা ক্লাস নিচ্ছেন, সেই শিক্ষকদের নিয়ম অনুযায়ী বেতন। সংশ্লিষ্ট দফতর থেকে নিয়মমতোই শিক্ষকদের বেতন দেওয়া হবে’, যোগ্যদের তালিকা প্রকাশ-বিতর্কের মধ্যেই বিবৃতি SSC চেয়ারম্যানের।
এসএসসি- র চেয়ারম্যানের বিবৃতির ছত্রে ছত্রে রয়েছে আইনের শিখণ্ডি। সেখানে বলা হয়েছে, ২০১৬ সালে যে শিক্ষক নিয়োগ হয়েছিল, তাতে স্পষ্ট করে বলা হয়েছে এসএসসি মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে। দ্বিতীয় বিবৃতিতে বলা হয়েছে, স্কুল শিক্ষা দফতর জানিয়েছে যেসব শিক্ষক চাকরি করেছেন, তাঁদের বেতন দেওয়া হবে। যাঁরা যোগ্য এবং বঞ্চিত তাঁদের বেতন দেওয়া হবে। সুপ্রিম কোর্ট জানিয়েছে, যাঁরা শিক্ষক এবং যোগ্য তাঁরা বেতন পাবেন। তবে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে এত দুর্নীতি হয়েছে যে তাঁরা বেতন পাবেন না। এই বিবৃতিতে নতুনত্ব কিছু নেই।
অন্যদিকে সূত্রের খবর, শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছে, যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে না। সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনে সরকার যাবে। তবে যে আইনজ্ঞদের পরামর্শ নেওয়ার কথা বলা হয়েছিল, তাদের অনুমতি পাওয়া যায়নি। এসএসসি সিদ্ধান্ত নিয়েছে যে কোনও তালিকা প্রকাশ করা হবে না। তাদের দাবি আইনজ্ঞদের পরামর্শ নেওয়ার যে কথা হয়েছিল, সেখানে তাঁরা সম্মতি জানালে তবে তালিকা প্রকাশ করা হবে। কিন্তু সেই আইনজ্ঞদের পরামর্শ নেওয়ার অনুমতি যে পাওয়া যায়নি তা আজ ডেডলাইন পেরোনোর পর জানা গিয়েছে। তাই কারা বেতন পাবেন তা স্পষ্ট করা হলেও তালিকা প্রকাশ যে করা হবে না তা স্পষ্ট জানিয়ে দিয়েছে এসএসসি কর্তৃপক্ষ। সুপ্রিম কোর্ট জানিয়েছিল ৩১ ডিসেম্বর পর্যন্ত যাঁরা চাকরি করবেন তাঁরা বেতন পাবেন। জোর দেওয়া হচ্ছে স্বচ্ছ রিভিউ পিটিশনের দিকে। তার জন্যই কথা দিয়েও কথা রাখতে পারেনি এসএসসি। প্রকাশ করা যায়নি তালিকা।
কী বলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু
‘এসএসসি জানিয়েছেন, সুপ্রিম কোর্টের গাইডলাইন তারা মেনে চলতে বাধ্য। সেখানে যোগ্য-অযোগ্যদের তালিকা প্রকাশের কোনও কথা বলা হয়নি। আর যোগ্য এবং বঞ্চিত শিক্ষকদের বেতন সময় মতোই দেবে সরকার। আমার সঙ্গে বৈঠকের পর সিদ্ধান্ত হয়েছিল যদি এসএসসি ইতিবাচক আইনি পরামর্শ পায়, তাহলে তালিকা প্রকাশ করবে। তারা সেরকম আইনি পরামর্শ পায়নি। ফলে প্রকাশ করেনি। আর আমরা যেহেতু দ্রুত রিভিউ পিটিশনে যাচ্ছি, এটার উত্তর মহামান্য সুপ্রিম কোর্টই দিতে পারবে।’
আরও দেখুন