NOW READING:
মমতার বৈঠকের মধ্য়েই দফায় দফায় প্রতিবাদ নেতাজি ইন্ডোরে,একের পর এক প্রশ্ন চাকরিহারাদের
April 8, 2025

মমতার বৈঠকের মধ্য়েই দফায় দফায় প্রতিবাদ নেতাজি ইন্ডোরে,একের পর এক প্রশ্ন চাকরিহারাদের

মমতার বৈঠকের মধ্য়েই দফায় দফায় প্রতিবাদ নেতাজি ইন্ডোরে,একের পর এক প্রশ্ন চাকরিহারাদের
Listen to this article



<p>ABP Ananda Live: চাকরিহারাদের নিয়ে বৈঠকের ডাক দিয়েছিলেন মুখ্য়মন্ত্রী। কিন্তু, মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের বৈঠকের মধ্য়েই দফায় দফায় প্রতিবাদ হল নেতাজি ইন্ডোরে। তাঁদের ভবিষ্য়ৎ কী? বেতন কি মিলবে? একের পর এক প্রশ্ন সদ্য় চাকরিহারাদের। একটা সময় প্রশ্ন বদলে যায় প্রতিবাদ, অস্থিরতায়। বক্তৃতার মাঝে হস্তক্ষেপ করতে হল খোদ মমতা বন্দ্য়োপাধ্য়ায়কে।&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>রান্নার গ্য়াসের মূল্যবৃদ্ধিতে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, ‘বাহবা নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল..’!</strong></p>
<p>সাধারণ মানুষের ঘাড়ে বাড়ল আরও খরচের বোঝা। রান্নার গ্য়াসের দাম এক লাফে ৫০ টাকা বাড়াল মোদি সরকার। ৮২৯ টাকা থেকে বেড়ে, রান্নার গ্য়াসের একেকটা সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। যা শুনে সাধারণ মানুষের মাথায় হাত! আর অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তো হু হু করে কমেছে। তাহলে সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছে না কেন? এ যেন গোদের ওপর বিষফোড়া!ব্ল্য়াক মনডে।একটা ধাক্কা সামলে ওঠার আগেই, সাধারণ মানুষের ঘাড়ে একের পর এক বোঝা।</p>
<p>শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের জেরে ১ দিনে ১৩ লক্ষ কোটি টাকা উধাও। এর কয়েকদিন আগেই ১ এপ্রিল দাম বাড়ানো হয়েছে ৭৪৮টা ওষুধের। আর এবার রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম বাড়াল মোদি সরকার। ৮২৯ থেকে সোজা ৮৭৯। এক লাফে ৫০ টাকা দাম বাড়ানো হল রান্নার গ্য়াসের সিলিন্ডারের। এই খবরে আর পাঁচ জনের মতোই মাথায় হাত পড়েছে পাটুলির বাসিন্দা শীলা ঘোষের। এভাবে বেড়ে চলা খরচের ধাক্কা কীভাবে সামলাবেন, বুঝে উঠতে পারছেন না।&nbsp;</p>



Source link