ABP Ananda Live: চাকরিহারা শিক্ষকদের লাথি মেরেছে পুলিশ। যা নিয়ে চারদিকে নিন্দার ঝড় উঠেছে। সেই চাকরিহারা শিক্ষকদেরই কার্যত দায়িত্ব মনে করালেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের মন্ত্রিসভার সদস্য় সিদ্দিকুল্লা চৌধুরী। তবে যে পুলিশ লাথি মারল, তাদের কোনও সমালোচনা শোনা যায়নি তাঁর মুখে। সিদ্দিকুল্লা চৌধুরী আজ বলেন, কর্মকর্তারা যদি উত্তেজনা ছড়ায়, মারমুখী হয়, তখনই গোলমাল বাধে। দু’দিন আগে সংশোধিত ওয়াকফ আইনের প্রতিবাদে মুর্শিদাবাদের জঙ্গিপুর যখন অগ্নিগর্ভ, পুলিশের গাড়িতে যখন আগুন লাগিয়ে দেওয়া হচ্ছিল, তখন পুলিশের লাঠিচার্জের কারণ খুঁজে পাচ্ছিলেন না জমিয়তে উলেমা-এ-হিন্দের রাজ্য় সভাপতি সিদ্দিকুল্লা চৌধুরী। সেদিন তিনি বলেছিলেন— “সিপিএমের পুলিশ আমাদের ওপর লাঠিচার্জ করেনি। বহু সভা করেছি, পুলিশকে লাঠিচার্জ কেন করতে হল, আমি জানি না”। অথচ, চাকরিহারাদের শিক্ষকদের পুলিশ লাথি মারার পর, তৃণমূল সরকারের মন্ত্রী সেই সিদ্দিকুল্লা চৌধুরী সেই শিক্ষকদের উদ্দেশেই বলছেন, যে কোনও বিক্ষোভ শান্তিপূর্ণ হোক। তবে লড়াই জিততে পারবে।