কলকাতা: বিকাশ ভবনে সরকার-চাকরিহারাদের আড়াই ঘণ্টার বৈঠক শেষ। কী হবে প্রায় ২৬ হাজার চাকরিহারার বেতন? কীভাবে চলবে তাঁদের জীবন। এবিষয়ে বৈঠক শেষে বেরিয়ে এক চাকরিহারা জানান, “বেতন চালু থাকবে কিনা আইনি পরামর্শ নেওয়া হবে। তবে স্যালারি পোর্টাল খোলা হয়েছে, আমরা দেখেছি। বেতন সাবমিট হবে।”
আরও দেখুন