NOW READING:
আগামীকাল সুপ্রিম SSC মামলার রায়দান, ২৬ হাজার চাকরিপ্রাপকের কী ভবিষ্যৎ?
April 2, 2025

আগামীকাল সুপ্রিম SSC মামলার রায়দান, ২৬ হাজার চাকরিপ্রাপকের কী ভবিষ্যৎ?

আগামীকাল সুপ্রিম SSC মামলার রায়দান, ২৬ হাজার চাকরিপ্রাপকের কী ভবিষ্যৎ?
Listen to this article


সৌভিক মজুমদার, কলকাতা:  আগামীকাল সুপ্রিম SSC মামলার রায়দান। সকাল ১০.৩০ নাগাদ রায় দেবে সুপ্রিম কোর্ট । ২৬ হাজার চাকরিপ্রাপকের কী ভবিষ্যৎ? SSC মামলায় কালই রায় দেবে সুপ্রিম কোর্ট।

কী হবে ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মীদের ভবিষ্যৎ? 

চাল থেকে আলাদা করা যাবে কাঁকর? নাকি বাতিল হবে গোটা প্যানেল? জানা যাবে কালই । হাইকোর্টে বাতিল ২৬ হাজার চাকরিপ্রাপকদের প্যানেল। হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা। কী হবে ২৬ হাজার শিক্ষক, অশিক্ষক কর্মীদের ভবিষ্যৎ? দীর্ঘ শুনানির পরে কাল সকালেই রায় ঘোষণা করবে সুপ্রিম কোর্ট। 

‘……চাকরি যায় ২৫ হাজার ৭৫৩ জনের’, ঠিক কী হয়েছিল ?

গতবছর ২২ এপ্রিলে নিয়োগ দুর্নীতি মামলায়, কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ,২০১৬ সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করে। তার ফলে চাকরি যায় ২৫ হাজার ৭৫৩ জনের। যাঁরা মেয়াদ-উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন, যাঁরা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন, তাঁদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়।

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ

হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার, SSC এবং মধ্যশিক্ষা পর্ষদ।সর্বোচ্চ আদালতের দ্বারস্থ হয় চাকরিহারাদের একাংশও। সেই মামলার শুনানিতে গত ১৯ ডিসেম্বর, সর্বোচ্চ আদালতে একের পর এক প্রশ্নের মুখে পড়ে রাজ্য সরকার। গোটা বিষয়টি নিয়ে আশঙ্কা প্রকাশ করে প্রধান বিচারপতি এও বলেন, আমি জানি না যে, ‘ডাল মে কুছ কালা হ্যায়, ইয়া সব কুছ হি কালা হ্যায়?’

আগামীকাল সকাল ১০.৩০ নাগাদ SSC মামলায় রায় দেবে সুপ্রিম কোর্ট

প্রধান বিচারপতি আরও জানতে চান, রাজ্য সরকারের অবস্থান কী? রাজ্য সরকারি কি মনে করে যে, বৈধ-অবৈধ চাকরি প্রাপকদের আলাদা করা সম্ভব, না কি সম্ভব নয়? উত্তরে বৈধ-অবৈধ আলাদা করা সম্ভব বলে, জানায় রাজ্য সরকার।দীর্ঘ শুনানির পরে এখন সবার নজর বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের দিকে। 

আরও পড়ুন, রামনবমীতে অশান্তির আশঙ্কা তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের ! ‘উস্কানিতে পা দেবেন না..’

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আরও দেখুন



Source link