ABP Ananda Live: যোগ্য়দের চাকরি যাতে না যায়, তা নিশ্চিত করার পাশাপাশি অযোগ্য়দের উদ্দেশেও সোমবার বার্তা দিলেন মুখ্য়মন্ত্রী। বললেন, ‘আগে যোগ্যদেরটা হয়ে যাক, বাদবাকি যাঁরা থাকবেন, যাঁদের অযোগ্য বলা হচ্ছে, তাঁদের বিরুদ্ধে কী কী প্রমাণ আছে দেখব। কোন এজেন্সি তদন্ত করেছে, সব দেখব। তারপর তাঁদের নিয়ে আলাদা বৈঠক করে আমাদের কথা বলব।’ এ নিয়ে চাকরিহারাদের অনেকেই প্রশ্ন তুলছেন, যে মুখ্যমন্ত্রী কেন অযোগ্যদের পাশে থাকবেন? কারণ তারা চোরাপথে চাকরি পেয়েছিল বলেই তো আজ যোগ্যদের ভুগতে হচ্ছে। এ নিয়ে সুকান্ত মজুমদার বলছেন, যোগ্যদের সামনে রেখে অযোগ্যদের আড়াল করার চেষ্টা চালাচ্ছেন মুখ্যমন্ত্রী।
সাধারণ মানুষের ঘাড়ে বাড়ল আরও খরচের বোঝা। রান্নার গ্য়াসের দাম এক লাফে ৫০ টাকা বাড়াল মোদি সরকার। ৮২৯ টাকা থেকে বেড়ে, রান্নার গ্য়াসের একেকটা সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। যা শুনে সাধারণ মানুষের মাথায় হাত! আর অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তো হু হু করে কমেছে। তাহলে সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছে না কেন? এ যেন গোদের ওপর বিষফোড়া!ব্ল্য়াক মনডে।একটা ধাক্কা সামলে ওঠার আগেই, সাধারণ মানুষের ঘাড়ে একের পর এক বোঝা।
শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের জেরে ১ দিনে ১৩ লক্ষ কোটি টাকা উধাও। এর কয়েকদিন আগেই ১ এপ্রিল দাম বাড়ানো হয়েছে ৭৪৮টা ওষুধের। আর এবার রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম বাড়াল মোদি সরকার। ৮২৯ থেকে সোজা ৮৭৯। এক লাফে ৫০ টাকা দাম বাড়ানো হল রান্নার গ্য়াসের সিলিন্ডারের। এই খবরে আর পাঁচ জনের মতোই মাথায় হাত পড়েছে পাটুলির বাসিন্দা শীলা ঘোষের। এভাবে বেড়ে চলা খরচের ধাক্কা কীভাবে সামলাবেন, বুঝে উঠতে পারছেন না।