<p>ABP Ananda Live: আপনারা স্কুলে যান। ক্লাস করান। ভলান্টারি সার্ভিস কিন্তু সবাই দিতে পারে। সেখানে আটকাবার কোনও জায়গা নেই। নেতাজি ইন্ডোরের বৈঠকে বললেন মুখ্য়মন্ত্রী। কিন্তু চাকরিহারাদের বক্তব্য়, তাঁরা তো পরীক্ষা দিয়ে চাকরিতে ঢুকেছেন। স্বেচ্ছাশ্রমের জন্য় তো তাঁরা লড়ছেন না। সসম্মানে, নিজের বেতন ফেরত চাইছেন তাঁরা। ভলান্টারি সার্ভিসের পর তাঁদের ভবিষ্য়ত কী? সেই প্রশ্নও তুলছেন অনেকে। স্বেচ্ছাশ্রম কতটা সম্মানজনক, তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা। শুভেন্দু অধিকারী বলছেন, মুখ্য়মন্ত্রী বলবেন, সবাইকে সিভিক টিচার করে দিলাম, ১০ হাজার টাকা করে দেব, এটা কি প্ল্য়ান B? এটাই প্ল্য়ান C? এটাই প্ল্য়ান D?</p>
<p> </p>
<p><strong>রান্নার গ্য়াসের মূল্যবৃদ্ধিতে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রীর, ‘বাহবা নন্দলাল, হাজার টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল..’!</strong></p>
<p>সাধারণ মানুষের ঘাড়ে বাড়ল আরও খরচের বোঝা। রান্নার গ্য়াসের দাম এক লাফে ৫০ টাকা বাড়াল মোদি সরকার। ৮২৯ টাকা থেকে বেড়ে, রান্নার গ্য়াসের একেকটা সিলিন্ডারের দাম হল ৮৭৯ টাকা। যা শুনে সাধারণ মানুষের মাথায় হাত! আর অর্থনীতিবিদরা বলছেন, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম তো হু হু করে কমেছে। তাহলে সাধারণ মানুষ তার সুবিধা পাচ্ছে না কেন? এ যেন গোদের ওপর বিষফোড়া!ব্ল্য়াক মনডে।একটা ধাক্কা সামলে ওঠার আগেই, সাধারণ মানুষের ঘাড়ে একের পর এক বোঝা।</p>
<p>শেয়ার বাজারে ভয়ঙ্কর ধসের জেরে ১ দিনে ১৩ লক্ষ কোটি টাকা উধাও। এর কয়েকদিন আগেই ১ এপ্রিল দাম বাড়ানো হয়েছে ৭৪৮টা ওষুধের। আর এবার রান্নার গ্য়াসের সিলিন্ডারের দাম বাড়াল মোদি সরকার। ৮২৯ থেকে সোজা ৮৭৯। এক লাফে ৫০ টাকা দাম বাড়ানো হল রান্নার গ্য়াসের সিলিন্ডারের। এই খবরে আর পাঁচ জনের মতোই মাথায় হাত পড়েছে পাটুলির বাসিন্দা শীলা ঘোষের। এভাবে বেড়ে চলা খরচের ধাক্কা কীভাবে সামলাবেন, বুঝে উঠতে পারছেন না। </p>
Source link
চাকরি বাঁচাতে সুপ্রিম কোর্টে যাচ্ছে সরকার, ভলান্টারি সার্ভিস দিতে বললেন মুখ্যমন্ত্রী
