NOW READING:
SS Rajamouli Controversy: ‘একটা মেয়ের জন্য আমার কেরিয়ার ধ্বংস করেছে রাজামৌলি’, সুইসাইড নোটে বিস্ফোরক পরিচালকের ‘পুরনো বন্ধু’…
February 28, 2025

SS Rajamouli Controversy: ‘একটা মেয়ের জন্য আমার কেরিয়ার ধ্বংস করেছে রাজামৌলি’, সুইসাইড নোটে বিস্ফোরক পরিচালকের ‘পুরনো বন্ধু’…

SS Rajamouli Controversy: ‘একটা মেয়ের জন্য আমার কেরিয়ার ধ্বংস করেছে রাজামৌলি’, সুইসাইড নোটে বিস্ফোরক পরিচালকের ‘পুরনো বন্ধু’…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সম্প্রতি মহেশ বাবু ও প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নিজের নতুন সিনেমার ঘোষণা করেছেন বাহুবলী-খ্যাত পরিচালক এসএস রাজামৌলি (SS Rajamouli)। কিন্তু এরপরেই বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন রাজামৌলি। উপ্পালাপতি শ্রীনিবাস রাও নামের তাঁর এক পুরনো বন্ধু সুইসাইড নোটে রাজামৌলির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন, যা নিয়ে তুমুল হইচই পড়ে গিয়েছে সিনে ইন্ডাস্ট্রিতে। 

আরও পড়ুন- Uttam Mohanty Passes Away: ৬৬-তে থামল যুদ্ধ! চলে গেলেন ঋতুপর্ণা-রচনার নায়ক সুপারস্টার উত্তম মহান্তি…

সুইসাইড করার আগে মেটুগাড়া পুলিসের উদ্দেশ্যে একটি সুইসাইড নোট লেখেন শ্রীনিবাস রাও। তিনি লেখেন যে রাজামৌলিকে তিনি ১৯৯০ সাল থেকে চেনেন। তাঁর জীবন ও কেরিয়ার ধ্বংস করে দিয়েছেন রাজামৌলি, এহেন ভয়ংকর অভিযোগ করেন শ্রীনিবাস। ত্রিকোণ প্রেমের চক্করেই নাকি তাঁর উপর বদলা নেন বাহুবলী পরিচালক। পাশাপাশি একটি ভিডিয়োতে শ্রীনিবাস বলেন, ‘আমার কাছে সুইসাইড করে মরে যাওয়া ছাড়া আর কোনও অপশন নেই। রাজামৌলির কারণেই আমি ৫৫ বছরেও অবিবাহিত। ইয়ামাডোঙ্গা অবধি আমরা একসঙ্গে কাজ করেছিলাম কিন্তু এক মহিলার জন্য আমার কেরিয়ারটাই ধ্বংস করে দিল’। 

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

শ্রীনিবাস রাও বলেন, তাঁর আর কোনও আশা নেই। ৫৫ বছরেও তিনি সিঙ্গল তার একমাত্র কারণ রাজামৌলি। তিনি জানান যে এক নারীকে কেন্দ্র করে তাঁদের মধ্যে সমস্যা তৈরি হয়েছিল। যদিও তিনি বলেন, যে কথা তিনি বলছেন, তার কোনও প্রমাণ নেই তাঁর কাছে। এখনও অবধি এই বিষয়ে কোনও বক্তব্য রাখেননি রাজামৌলি বা তাঁর টিম। 

আরও পড়ুন- Sikandar Teaser | আসছেন ‘সিকন্দার’ ভাইজান!‌ টিজারেই শুরু ধুন্ধুমার অ্যাডভান্স বুকিং…

রাজামৌলির সঙ্গে তাঁর ৩৪ বছরের বন্ধুত্ব। কিন্তু সেই বন্ধুত্ব ক্রমশই খারাপ হতে থাকে একটি মেয়ের সঙ্গে প্রেমের কারণে, এমনটাই দাবি শ্রীনিবাসের। সেই মহিলাকে ঘিরে তৈরি হয় ত্রিকোণ প্রেম। শ্রীনিবাসের দাবি, রাজামৌলি সেই মেয়েটির প্রেমে পড়েছিলেন। একই সময়ে শ্রীনিবাসও সেই একই নারীর প্রেমে পড়েন। রাজামৌলির সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতেই সেই প্রেম ভুলে যান শ্রীনিবাস। সুইসাইডের আগে শ্রীনিবাস পুলিসের কাছে আর্জি জানিয়েছেন যেন রাজামৌলিকে লাই ডিটেক্টরে বসানো হোক।  তাঁর আরও দাবি রাজামৌলি নাকি আরও অনেক পরিচালকের কেরিয়ার নষ্ট করতে ব্ল্যাক ম্যাজিক করে থাকেন। 

আপনি কি অবসাদগ্রস্ত? বিষণ্ণ? চরম কোনও সিদ্ধান্ত নেবেন না। আপনার হাত ধরতে তৈরি অনেকেই। কথা বলুন প্লিজ… 
iCALL (সোম-শনি, ১০টা থেকে ৮টা) ৯১৫২৯৮৭৮২১
কলকাতা পুলিস হেল্পলাইন (সকাল ১০টা-রাত ১০টা, ৩৬৫ দিন) ৯০৮৮০৩০৩০৩, ০৩৩-৪০৪৪৭৪৩৭

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link