জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: রিপ ভ্যান উইঙ্কল, আমেরিকান লেখক ওয়াশিংটন আরভিংয়ের লেখা ছোট গল্পের এই ডাচ-আমেরিকান চরিত্র একধরনের অ্যালকোহল খেয়ে ক্যাটস্কিল পর্বতমালায় ঘুমিয়ে পড়ে। ঔপনিবেশিক আমেরিকায় ঘুমিয়ে, ঘুম ভেঙে দেখেন তার মাঝে ঘটে গিয়েছে আমেরিকান বিপ্লব। বদলে গিয়েছে তাঁর আশেপাশের রাজনৈতিক পরিবেশ। সেই গল্পকে ২০০২ সালের প্রেক্ষাপটে তুলে এনেছিলেন নাট্যকার ব্রাত্য বসু, নাম দিয়েছিলেন উইঙ্কেল টুইঙ্কেল। ব্রাত্য বসুর দুরন্ত চিত্রনাট্য,দেবেশ চট্টোপাধ্যায়ের পরিচালনায়, দেবশঙ্কর হালদার ও রজতাভ দত্তের অসামান্য অভিনয়ের জোরে এই রাজনৈতিক নাটক হয়ে উঠেছে বাংলা থিয়েটারের ক্লাসিক। এবার সেই ক্লাসিক উঠে আসতে চলেছে বড়পর্দায়। পরিচালনায় সৃজিত মুখোপাধ্যায়।
আরও পড়ুন- AR Rahman’s Divorce: ‘ওর কোনও দোষ নেই, আসলে আমিই…’, অবশেষে বিচ্ছেদের কারণ জানালেন রহমানের স্ত্রী সায়রা…
সোমবার সকালেই সোশ্যাল মিডিয়ায় সৃজিত মুখোপাধ্যায় জানান যে ব্রাত্য বসুর নাটক উইঙ্কেল টুইঙ্কেল নিয়ে ছবি তৈরি করছেন তিনি। নাটকের প্রেক্ষাপটে দেখা গিয়েছিল ১৯৭৬ সালের জানুয়ারিতে পুলিসি হেফাজতে থাকা রাজনৈতিক বন্দী কমিউনিস্ট সব্যসাচী সেন কলকাতা আকাশ-বাতাল থেকে উধাও হয়ে যান। রিপ ভ্যান উইঙ্কলের মতো তিনি ২০০২ সালে একই পার্কে ফিরে আসেন। হঠাত্ ঘুম ভেঙে দেখেন মানুষ থেকে সময়, বদলে গেছে সবকিছু। সব্যসাচীর ছেলে ইন্দ্র একটি রাজনৈতিক দলের সাথে যুক্ত যা তাঁর বাবার দলের বিরোধী। সব্যসাচীর মেয়ে ইন্দ্রাণী, তাঁর পারিপার্শ্বিক রাজনৈতিক অবস্থা নিয়ে ওয়াকিবহান নন, এবং তাঁর স্ত্রী রাজলক্ষ্মী পুরনো স্মৃতিকে জড়িয়েই বেঁচে থাকার চেষ্টা করে। সব্যসাচী এবং তাঁর পরিবারের সদস্যদের মধ্যে তৈরি হয় দ্বন্দ্ব, যা মূলত সময় ও রাজনীতির দ্বন্দ্ব।
আরও পড়ুন- Pori Moni: ‘এই মৃত্যু মেনে নেওয়া কষ্টের…’, প্রাক্তনের মৃত্যুতে শোকস্তব্ধ পরীমণি!
২০২৩ সালের মাঝামাঝিই শোনা গিয়েছিল যে ব্রাত্য বসুর এই নাটকের রাইটস নিতে চলেছেন সৃজিত মুখোপাধ্যায়। এবার জানা গেল, খুব শীঘ্রই শুরু হতে চলেছে ‘উইঙ্কল টুইঙ্কল’ ছবির শুটিং। ছবি প্রযোজনা করবে ফ্রেন্ডস কমিউনিকেশন, অরবিন্দ কুমার, মণিশঙ্কর বোস। সোমবার ছবির প্রথম পোস্টার শেয়ার করেন সৃজিত মুখোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী। শোনা যাচ্ছে সব্যসাচীর চরিত্রে দেখা যাবে ঋত্বিক চক্রবর্তীকে। সব্যসাচীর মেয়ে ইন্দ্রানীর চরিত্রে দেখা যাবে অঙ্গনা রায়কে। সব্যসাচীর ছেলে ইন্দ্রর চরিত্রে তাহলে কে? সেই চরিত্রে সিনেমায় দেখা যেতে পারে পরমব্রত চট্টোপাধ্যায়কে। সব্যসাচীর স্ত্রীর চরিত্রে থাকবেন অনসূয়া মজুমদার। যদিও এখনও কাস্টিং সম্পর্কে মুখ খোলেননি পরিচালক।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)