কেবল গান লেখা নয়, ‘পুষ্পা’ বাংলায় মুক্তি পাওয়ার পিছনে অন্য অবদানও রয়েছে শ্রীজাতর!
কলকাতা: এই ছবির যে গান তিনিই লিখেছেন, সেই কথা এতদিন সবাই জেনে গিয়েছেন। মুক্তিও পেয়ে গিয়েছিল বাংলায় এই ছবির একটি গান। তবে শুধু গান নয়, ‘পুষ্পা-২’ (Pushpa 2) -এর বাংলা সংলাপও নাকি লিখেছেন তিনিই। শ্রীজাত বন্দ্যোপাধ্যায় (Srijato Bandyopadhyay)। সোশ্যাল মিডিয়ায় ‘পুষ্পা’-র বাংলা ট্রেলার শেয়ার করে তিনি প্রকাশ্যে আনলেন সেই কথা।
অল্লু অর্জুন (Allu Arjun) ও রশ্মিকা মন্দানা (Rashmika Mandhana) অভিনীত ‘পুষ্পা-দ্য রুল’ ছবিটি মুক্তি পাবে সামনেই। অন্যান্য ভাষার সঙ্গে সঙ্গে এই ছবিটি মুক্তি পাচ্ছে বাংলাতেও। আর এই ছবির সমস্ত গান ও বাংলা সংলাপগুলি লিখেছেন বাঙালি কবি.. শ্রীজাত বন্দ্যোপাধ্যায়। লেখকের কথায়, ‘কেবল সবক’টা গান লিখেই ছুটি হয়নি আমার, উল্টে গোটা ছবি’র সংলাপ লেখার গুরুভারও এসে চেপেছিল কাঁধে। খুবই কঠিন কাজ, যে একবার না-করেছে, তার পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। সম্পূর্ণ অন্য ভাষার ভাব ও প্রকাশভঙ্গিকে সময়সীমা মাথায় রেখে নিজের ভাষায় অকৃত্রিম ভাবে সাজানোর কাজ যথেষ্ট ঝামেলার। এ নিয়ে পরে একখানা লম্বা রচনাও লেখা যেতে পারে।
আপাতত জানাই, পুষ্পা ২-এর ট্রেলার এসে গেছে এবং ইতিমধ্যেই হালকা ঠান্ডা বাতাসে আগুনের আঁচ ছড়িয়েছে। দিন-রাত এক ক’রে কাজ শেষ করেছি আমরা। বলা দরকার, Genesis Films-এর তত্ত্বাবধানে, শৌর্য ও তার তরুণ তুর্কিদের তৎপরতায় এ-কাজ শেষমেশ সম্ভব হলো। খুব অন্যরকম একখানা অভিজ্ঞতা সব মিলিয়ে, সেসব গুছিয়ে লিখব কখনও। এখন বাংলা ট্রেলার রইল। আরও নানান ভারতীয় ভাষায় পুষ্পা-২ আসছে শিগগির। যাকে বলে, শত পুষ্পা বিকশিত হোক!’
সোশ্যাল মিডিয়ায় শ্রীজাত এই খবর দিতে ভেসেছেন শুভেচ্ছাবার্তাতে। ‘পুষ্পা-দ্য রাইজ’ ছিল দক্ষিণী ইন্ডাস্ট্রির অন্যতম একটা হিট ছবি। সেই ছবির জনপ্রিয়তা ছিল এতটাই যে সেই ছবির দ্বিতীয় ভাগ মুক্তি পাচ্ছে আরও বেশি ভাষায়। তাদের মধ্যে একটি হল বাংলা। আর এই ছবি মুক্তির পিছনে হাত রয়েছে যে এক বাঙালির, তা ভেবে আপ্লুত হচ্ছেন সবাই। ট্রেলারে যথাযথ সংলাপ দেখেই প্রশংসার বন্যায় ভেসেছেন শ্রীজাত।
আরও দেখুন