হায়দরাবাদ: প্রিয়াংশ আর্য আর প্রভশিমরন সিংহের আক্রমণাত্মক ইনিংস। শ্রেয়স আইয়ারের ব্যাটে ঝড়। শেষ ওভারে মহম্মদ শামিকে পরপর চার বলে চার ছক্কা মার্কাস স্টোইনিসের।
পঞ্জাব কিংস (SRH vs PBKS) প্রথমে ব্যাট করে ২৪৫/৬ তোলার পর মনে হয়েছিল, এই রান তাড়া করা দুষ্কর।
কিন্তু অসাধ্য সাধনের জেদ নিয়ে মাঠে নেমেছিলেন অভিষেক শর্মা (Abhishek Sharma)। টুর্নামেন্টে প্রথমবার জ্বলে উঠল ট্র্যাভিষেক জুটি। ১২.২ ওভারে ১৭১ রান যোগ করলেন ট্র্যাভিস হেড ও অভিষেক শর্মা। ৩৭ বলে ৬৬ রান করে ফিরলেন হেড। তবে থামার লক্ষ্মণ দেখাননি অভিষেক। মাত্র ১৯ বলে হাফসেঞ্চুরি। ৪০ বলে সেঞ্চুরি। অর্শদীপ সিংহের বলে যখন আউট হয়ে ফিরলেন, নামের পাশে জ্বলজ্বল করছে ৫৫ বলে ১৪১ রান। ম্যাচ তখন হায়দরাবাদের হাতের মুঠোয়। গোটা গ্যালারি উঠে দাঁড়িয়ে হাততালি দিয়ে অভিবাদন জানাল। তাঁদের জন্যই তো সেঞ্চুরি অভিষেকের। তিন অঙ্কে পৌঁছনোর পরই পকেট থেকে চিরকুট বার করে দেখালেন। কী লেখা আছে স্পষ্ট দেখা না গেলেও, অরেঞ্জ আর্মি নামে পরিচিত সমর্থকদের জন্যই যে সাফল্য় উৎসর্গ করছেন, বোঝা যাচ্ছিল। সানরাইজার্স হায়দরাবাদের মালকিন কাব্য মারান তখন সিট ছেড়ে উঠে দাঁড়িয়ে উৎসব করছেন।
শেষ পর্যন্ত ৯ বল বাকি থাকতে মাত্র ২ উইকেট হারিয়ে লক্ষ্যপূরণ করল হায়দরাবাদ। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বড় রান তাড়া করে জেতার নিরিখে হায়দরাবাদের জয় তালিকায় দ্বিতীয়।
নজির গড়লেন অভিষেক শর্মাও। তাঁর ১৪১ রানের ইনিংসই আইপিএলে কোনও ভারতীয় ক্রিকেটারের খেলা সর্বোচ্চ রানের ইনিংস। ক্রিস গেলেন ১৭৫ নট আউট ও ব্রেন্ডন ম্যাকালামের ১৫৮ নট আউটের পরেই শনিবারের এই ইনিংস।
𝘼 𝙣𝙤𝙩𝙚-𝙬𝙤𝙧𝙩𝙝𝙮 𝙏𝙊𝙉 💯
A stunning maiden #TATAIPL century from Abhishek Sharma keeps #SRH on 🔝 in this chase 💪
Updates ▶ https://t.co/RTe7RlXDRq#TATAIPL | #SRHvPBKS | @SunRisers pic.twitter.com/ANgdm1n86w
— IndianPremierLeague (@IPL) April 12, 2025
ট্র্যাভিষেক ফেরার পর হেনরিখ ক্লাসেন (২১ অপরাজিত) ও ঈশান কিষাণ (৯ অপরাজিত) ম্যাচ শেষ করে দেন। ১৮.৩ ওভারে ম্যাচের ফয়সালা করে দেয় হায়দরাবাদ।
অভিষেক অবশ্য ২ বার জীবন পান। একবার যশ ঠাকুরের বলে আউট হয়ে গেলেও নো বল হওয়ায় বেঁচে যান। তারপর যুজবেন্দ্র চাহাল নিজের বলে অভিষেকের ক্যাচ ফেলেন।
আরও দেখুন