<p>ABP Ananda Live: খেলাশেষে কারও চোখে জল, কারও চোখে মুখে হাসি।ক্রিকেটের এই নন্দনকানন সাক্ষী থেকেছে বহু ইতিহাসের। এবার সেখানেই জুড়তে চলেছে নতুন ২ নাম। একজন দেশের জন্য় লড়াই করেছেন।অন্য়জন দেশের হয়ে বল হাতে লড়েছেন বাইশ গজে। তাঁদের নামেই ইডেনের ২ টি ব্লকের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে CAB। ইডেনের বি ব্লকের গ্য়ালারি দেখা যাবে ভারতীয় প্রাক্তন পেসার ঝুলন গোস্বামীর নামে। মঙ্গলবার এই কথা ঘোষণা করল Cricket Association of Bengal। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Cricket Association of Bengal-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়, ঝুলনের পাশাপাশি দেশের জন্য় লড়াই করতে গিয়ে আত্মবলিদান দেওয়া আরেক বীর, কর্নেল এন জে নায়ারের নামে একটি ব্লকের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে CAB। সেক্রেটারি নরেশ ওঝা সহ বিশিষ্টরা। আগামী ২২ জানুয়ারি ভারত-ইংল্য়ান্ড টি টোয়েন্টি ম্য়াচের দিন উদ্বোধন হবে ব্লক দুটি। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। </p>
Source link
ইডেনের বি ব্লকের গ্য়ালারি দেখা যাবে ভারতীয় প্রাক্তন পেসার ঝুলন গোস্বামীর নামে
<p>ABP Ananda Live: খেলাশেষে কারও চোখে জল, কারও চোখে মুখে হাসি।ক্রিকেটের এই নন্দনকানন সাক্ষী থেকেছে বহু ইতিহাসের। এবার সেখানেই জুড়তে চলেছে নতুন ২ নাম। একজন দেশের জন্য় লড়াই করেছেন।অন্য়জন দেশের হয়ে বল হাতে লড়েছেন বাইশ গজে। তাঁদের নামেই ইডেনের ২ টি ব্লকের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে CAB। ইডেনের বি ব্লকের গ্য়ালারি দেখা যাবে ভারতীয় প্রাক্তন পেসার ঝুলন গোস্বামীর নামে। মঙ্গলবার এই কথা ঘোষণা করল Cricket Association of Bengal। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন Cricket Association of Bengal-এর সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায়, ঝুলনের পাশাপাশি দেশের জন্য় লড়াই করতে গিয়ে আত্মবলিদান দেওয়া আরেক বীর, কর্নেল এন জে নায়ারের নামে একটি ব্লকের নামকরণ করার সিদ্ধান্ত নিয়েছে CAB। সেক্রেটারি নরেশ ওঝা সহ বিশিষ্টরা। আগামী ২২ জানুয়ারি ভারত-ইংল্য়ান্ড টি টোয়েন্টি ম্য়াচের দিন উদ্বোধন হবে ব্লক দুটি। উপস্থিত থাকবেন সৌরভ গঙ্গোপাধ্য়ায়। </p>
Source link