কলকাতা: শোভন-রত্নার বিবাহ (Sovan-Ratna Divorce Case) বিচ্ছেদের মামলা গড়াল সুপ্রিম কোর্টে। রত্না চট্টোপাধ্যায়ের আবেদন গ্রহণ করল সর্বোচ্চ আদালত (Supreme Court)। অগাস্টের মধ্যে মামলার নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট।
২০১৭ সালের ১৩ নভেম্বর আলিপুর আদালতে স্ত্রী রত্নার বিরুদ্ধে বিবাহবিচ্ছেদের মামলা করেন শোভন। ২০১৮ সালে তৃণমূল ছেড়েছিলেন শোভন চট্টোপাধ্য়ায়। পাশাপাশি বেহালার পৈতৃক ভিটে, স্ত্রী রত্না চট্টোপাধ্য়ায়, ছেলে-মেয়েকে ছেড়ে, এসে উঠেছিলেন গোলপার্কের বিশাল ফ্ল্য়াটে। ২০১৮ সালে, মেয়ের ভিসা সংক্রান্ত নথিতে, শোভন চট্টোপাধ্য়ায়ের সইয়ের জন্য়, রাতভর সেই ফ্ল্য়াটের বাইরে ধর্নায় বসতে দেখা গিয়েছিল রত্না চট্টোপাধ্য়ায়কে। আর এবার তাঁদের ডিভোর্সের মামলা গড়াল দেশের শীর্ষ আদালতে। সুপ্রিম কোর্টে রত্নার আর্জি, ‘২০১৭ সাল থেকে নিম্ন আদালতে বিবাহ বিচ্ছেদের মামলা চলছে। ৭ জনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ২ জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। মামলার দ্রুত শুনানি হোক। এদিন সুপ্রিম কোর্ট আরও নির্দেশ দিয়েছে, বাকি সাক্ষীদের বয়ান নিতে হবে নিম্ন আদালতকে। শোভনের আইনজীবীরা সংশ্লিষ্ট সাক্ষীদের বয়ান নিতে পারবে।
আরও দেখুন