জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের মামলা দ্রুত নিষ্পত্তি করার জন্য আলিপুর আদালতের বিচারককে নির্দেশ কলকাতা হাইকোর্টের। রত্নার আবেদনের বিপক্ষে রায় হাইকোর্টের। অযথা মামলা পিছিয়ে দেওয়ার আবেদন গ্রহণ না করে দ্রুত নিষ্পত্তি করার নির্দেশ বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যর। বেশ কিছু গুরুত্বপূর্ণ সাক্ষী ছাড়াই বিচারপ্রক্রিয়া শুরু করেছে আলিপুর আদালত। এই অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন রত্না চট্টোপাধ্যায়।
আরও পড়ুন, TMC Mega Meet: তৃণমূলে ব্যাপক রদবদলের ইঙ্গিত! নেত্রী মমতা বললেন…
আলিপুর আদালতের বিচারকের এই সিদ্ধান্তে হস্তক্ষেপ করার প্রয়োজন নেই। রায়ে জানালেন বিচারপতি ভট্টাচার্য। নিম্ন আদালতের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন তিনি। সেই নিয়ে শুক্রবার শুনানিতে বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য জানান, আলিপুর আদালতের বিচারক যে সিদ্ধান্ত নিয়েছেন এক্ষেত্রে, তা সঠিক। তাতে কোনও রকম হস্তক্ষেপের প্রয়োজন নেই।
এদিকে রত্নার বিরুদ্ধে হুমকি দেওয়ার অভিযোগ তুলে কলকাতা হাই কোর্টেরও দৃষ্টি আকর্ষণ করেছিলেন আইনজীবী-সাংসদ কল্যাণ। বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্য এই বিষয়ে দুপুর ১টার মধ্যে রত্নাকে তাঁর বক্তব্য জানাতে বলেন। বিচারপতি হিরন্ময় ভট্টাচার্যের বক্তব্য, ‘আদালতের ভিতরে দু’পক্ষের আইনজীবীরা সওয়াল-জবাবের সময় অনেক কথাই বলেন । কিন্তু সেটা নিয়ে আদালতের বাইরে জলঘোলা করা কাম্য নয়।’
Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News
আরও পড়ুন, RG Kar: প্রাক্তন ওসি অভিজিতের সিমে-ই তথ্যপ্রমাণ লোপাটে বৃহত্তর ষড়যন্ত্রের সূত্র! সিবিআই রিপোর্টে হইচই…
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)
+ There are no comments
Add yours