NOW READING:
Deadly Wildfires | ‘Largest on Record’: ভয়াবহ আগুনে পুড়ছে প্রায় ৪০ হাজার হেক্টর এলাকা! ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে মৃত্যু…
March 27, 2025

Deadly Wildfires | ‘Largest on Record’: ভয়াবহ আগুনে পুড়ছে প্রায় ৪০ হাজার হেক্টর এলাকা! ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে মৃত্যু…

Deadly Wildfires | ‘Largest on Record’: ভয়াবহ আগুনে পুড়ছে প্রায় ৪০ হাজার হেক্টর এলাকা! ইতিহাসের সবচেয়ে বড় দাবানলে মৃত্যু…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত বছরের দাবানল একটা দুঃস্বপ্নের আকার ধারণ করেছিল। বিশ্বের বহু জায়গায় তা চূড়ান্ত স্তরে পৌঁছে গিয়েছিল। ২০২৪ অতীত হলেও, অতীত হয়নি দাবানল। ২০২৫ সালেও বিশ্বকে তাড়া করছে দাবানলের ভূত। এবার দক্ষিণ কোরিয়া। এমনিতে দক্ষিণ কোরিয়ায় দাবানলের ঘটনা তেমন ঘটে না। তবে এবারে সেখানকার দাবানলে ১৭ হাজার হেক্টরের মতো বন ধ্বংস হয়ে গিয়েছে। ঘটেছে মৃত্যুও।

Zee ২৪ ঘণ্টার সব খবরের আপডেটে চোখ রাখুন। ফলো করুন Google News

দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে ৩৬ হাজার হেক্টর জুড়ে ছড়িয়ে পড়া এই দাবানলে কমপক্ষে ২৬ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। বেশ কয়েকটি এলাকায় আগুন জ্বলছে। এবং এই দাবানল ইতিমধ্যে দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সবচেয়ে প্রাণঘাতী দাবানল হিসেবে চিহ্নিত হয়ে গিয়েছে। ভয়াবহ এই দাবানলে ২৬ জনের মৃত্যুর পাশাপাশি ১২ জন আহত হয়েছেন। এঁদের সকলের অবস্থাই অত্যন্ত সংকটজনক। আক্রান্তদের বেশির ভাগেরই বয়স ৬০ থেকে ৭০-এর ঘরে। দাবানলের কারণে ২৩ হাজারের মতো মানুষকে বাড়িঘর ছাড়তে হয়েছে। 

আরও পড়ুন: Baba Vanga Predictions: আসবে অপ্রত্যাশিত সব বদল! বড়সড় এবং মাথা-ঘোরানো ব্যাপার-স্যাপার ঘটবে এই সব রাশির জীবনে…

আরও পড়ুন: Mysterious Deaths: লহমায় শ্মশান! মাত্র ২০ সেকেন্ডে শেষ ৫০০০-এরও বেশি প্রাণ! মুহূর্তেই মৃত্যুপুরী গোটা এলাকা…

দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হান ডাক-সু বলেছেন, ‘নজিরবিহীন এই সংকট আমাদের জাতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানল।’ এই আগুনে উইসেয়ং শহরের ১৩০০ বছরের পুরোনো একটি মন্দিরটি পুড়ে গিয়েছে। এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে ওই শহরের অনেক সাংস্কৃতিক নিদর্শন নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। ঝোড়ো ও শুষ্ক বাতাসের জেরে আগুন পার্শ্ববর্তী কয়েকটি কাউন্টিতেও ছড়িয়ে পড়ে। দাবানলের এই ঘটনায় মঙ্গলবার সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সে দেশের জাতীয় অগ্নিনির্বাপণ সংস্থা।

দাবানল নিয়ন্ত্রণে কাজ করছেন কয়েক হাজার অগ্নিনির্বাপণকর্মী। এর পাশাপাশি ৫০০০ সেনাও মোতায়েন করা হয়েছে। সে দেশে থাকা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর হেলিকপ্টারও দাবানলের আগুন নেভানোর কাজে অংশ নিয়েছে।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link