NOW READING:
ভুয়ো নথির বিনিময়ে সিমকার্ড কিনে প্রতারণা, গ্রেফতার তিন
February 19, 2025

ভুয়ো নথির বিনিময়ে সিমকার্ড কিনে প্রতারণা, গ্রেফতার তিন

ভুয়ো নথির বিনিময়ে সিমকার্ড কিনে প্রতারণা, গ্রেফতার তিন
Listen to this article



<p><strong>মুন্না আগরওয়াল, দক্ষিণ দিনাজপুর:</strong> ভুয়ো সিমের সূত্র ধরেই, বড়সড় আর্থিক জালিয়াতির পর্দা ফাঁস করল দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট থানার পুলিশ ও সাইবার ক্রাইম বিভাগ। ভুয়ো নথির বিনিময়ে, সিমকার্ড কিনে প্রতারণা চক্র চালানোর অভিযোগে গ্রেফতার করা হল তিন ব্যক্তিকে।&nbsp;<br /><br />পুলিশ সূত্রে খবর, ভুয়ো পরিচয়পত্র জমা করে, জেলা জুড়ে বিভিন্ন এলাকা থেকে একাধিক সিম কার্ড সংগ্রহ করত এই ধৃতেরা। প্রায় ১৬৪টি আর্থিক প্রতারণার কাজে ব্যবহার করা হয়েছে সেসব ভুয়ো সিম। ধৃতরা হল তপনের হরসুরা গ্রামের বিদ্যুৎ মেহেরা। বংশীহারির শিহল এলাকার মেহেফুজ আলম ও অপূর্ব তালুকদার। মঙ্গলবার, ধৃতদের ৩ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় বালুরঘাট আদালত। কিন্তু, ঠিক কীভাবে হদিশ মিলল এই প্রতারণা চক্রের? পুলিশ সূত্রে খবর, জেলা জুড়ে একাধিক আর্থিক জালিয়াতির সূত্র ধরে অভিযানে নামে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ। তদন্তে নেমে প্রথমেই, ভুয়ো সিম ব্লক করা হয়। এরপর, কোথা থেকে ইস্যু করা হচ্ছে সেই সিম, তা বের করা হয়। সেই কাজ করতে গিয়েই, জেলার বিভিন্ন পয়েন্ট অফ্ সেলস বা পিওএস অর্থাৎ, যেখান থেকে ভুয়ো সিম ইস্যু করা হয়েছে, সেখানে অভিযান চালায় পুলিশ। থানা ধরে ধরে, সেসব এলাকা থেকে গ্রেফতার করা হয় ৩ জনকে। পুলিশ সূত্রে খবর, শুধুমাত্র, জাতীয় নয়, আন্তর্জাতিক স্তরেও ছড়িয়ে জালিয়াতির জাল। এখন, ৩ ধৃতের সূত্র ধরে বাকিদের খোঁজে তদন্তে নেমেছে পুলিশ।<br /><br />একটি সিম। আর সেই সূত্র ধরেই, গত এক মাস আগে, সেফ আলি খানের ওপর হামলার ঘটনায় সুদূর মুম্বই থেকে নদিয়া চাপড়ায় এসেছিলেন মুম্বই পুলিশের ২ আধিকারিক। জানা গিয়েছিল, নদিয়া চাপড়ার বাসিন্দা খুকুমণির আধার কার্ড ব্যবহার করে কেনা হয়েছিল অভিযুক্ত মহম্মদ শরিফুলের মোবাইল ফোনের সিম কার্ড। সূত্রের খবর যে দোকান থেকে সিম কার্ড বিক্রি করা হয়েছিল, বছর চারেক আগেই সেটি বন্ধু হয়ে গিয়েছে। প্রশ্ন উঠেছিল, বছর চারেক আগে বন্ধ হয়ে যাওয়া দোকান থেকে সিম বিক্রি হল কী করে? সে ঘটনার কেটে গিয়েছে প্রায় এক মাস। ফের চর্চায় সেই বেনামি ভুয়ো সিম।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;&nbsp;</p>
<p><strong>আরও পড়ুন: <a title="Mamata Banerjee:’চূড়ান্ত অব্যবস্থা… কেউ এই কথা বললে বিরোধিতা করতে পারব না,’ মমতার মন্তব্যকে সমর্থন শঙ্করাচার্যের" href="https://bengali.abplive.com/district/shankaracharya-backs-mamata-banerjee-amid-mrityu-kumbh-remark-criticism-1121258" target="_self">Mamata Banerjee:’চূড়ান্ত অব্যবস্থা… কেউ এই কথা বললে বিরোধিতা করতে পারব না,’ মমতার মন্তব্যকে সমর্থন শঙ্করাচার্যের</a></strong></p>



Source link