ঢাকা: রাজনৈতিক অস্থিরতা, সঙ্গে হিন্দুদের ওপর নিপীড়নের ভুরি ভুরি অভিযোগ। বাংলাদেশে অগ্নিগর্ভ পরিস্থিতি। আক্রান্ত গণতন্ত্র। আর তার মাঝেই ক্রিকেট মাঠের এক অন্ধকার ছবি তুলে ধরলেন ইমরান তাহির (Imran Tahir)। এবং সেটা মাঠে দাঁড়িয়েই।
বাংলাদেশ প্রিমিয়ার লিগে যে দলের হয়ে গত মরশুমে খেলেছেন দক্ষিণ আফ্রিকার লেগস্পিনার, সেই রংপুর রাইডার্স তাঁর প্রাপ্য টাকা দিচ্ছে না বলে মাঠেই বিস্ফোরণ ঘটালেন তাহির। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)-এর বয়স ১১ হলেও পেশাদারিত্বের অভাব নিয়ে বারবার প্রশ্ন তোলা হয়েছে। এবার বিপিএলের ফ্র্যাঞ্চাইজ়ি রংপুর রাইডার্সের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ করলেন প্রাক্তন প্রোটিয়া তারকা ইমরান তাহির। চুক্তি অনুযায়ী পুরো টাকা না পাওয়ার অভিযোগ করেছেন তিনি।
গত মরশুমে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলেন ইমরান তাহির। এবার তিনি খেলছেন গ্লোবাল সুপার লিগ। সেখানে রংপুরের মুখোমুখি হয় অ্যামাজ়ন ওয়ারিয়র্স। সেখানে অ্যামাজ়নের অধিনায়ক দক্ষিণ আফ্রিকার ইমরান তাহির। গ্লোবাল সুপার লিগে ম্যাচের আগে টসের সময় তিনি রংপুরের বিরুদ্ধে বোমা ফাটালেন। টসের সময় তাহির বলেন, ‘আমরা প্রত্যেকটা ম্যাচ জিততে চাই। এই ম্যাচে আমার ব্যক্তিগত লক্ষ্যও রয়েছে। গত বছর আমি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে খেলেছিলাম। তবে আমাকে চুক্তির টাকা মেটানো হয়নি। সেই ঘটনার জন্য আমি এই ম্যাচে ভাল কিছু করতে মুখিয়ে রয়েছি।’ যদিও শেষ পর্যন্ত ম্যাচটা জিততে পারেনি অ্যামাজ়ন ওয়ারিয়র্স। তবু ইমরানের কথায় হইচই পড়ে গিয়েছে।
আরও পড়ুন: বাবাকে কাঁদতে দেখে বদলে যায় জীবন, কীভাবে ভারতের জার্সিতে খেলার স্বপ্নপূরণ নীতীশ রেড্ডির?
আরও পড়ুন: হরভজনের বায়োপিকে অভিনয় করবেন ভিকি কৌশল? নিজেই বেছে নিলেন টার্বুনেটর
আরও দেখুন