NOW READING:
ডায়মন্ড হারবার মেডিক্যালে নাবালিকাকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত
February 28, 2025

ডায়মন্ড হারবার মেডিক্যালে নাবালিকাকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত

ডায়মন্ড হারবার মেডিক্যালে নাবালিকাকে নির্যাতনের ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত
Listen to this article



<p>ABP Ananda Live: ডায়মন্ড হারবার মেডিক্যালে চিকিৎসাধীন নাবালিকাকে শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার আরও এক অভিযুক্ত। গত শনিবার, ওই হাসপাতালের ICU-তে ভর্তি নাবালিকাকে শ্লীলতাহানি করার অভিযোগ ওঠে হাসপাতালেরই দুই সাফাইকর্মীর বিরুদ্ধে। গত মঙ্গলবার ডায়মন্ড হারবার থানায় লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগ দায়েরের পরেই পুলিশের জালে বিনোদ পণ্ডিত নামে এক অভিযুক্ত ধরা পড়লেও, গা ঢাকা দিয়েছিল আরেক সাফাইকর্মী বিজু দাস। বৃহস্পতিবার বিকেলে দ্বিতীয় অভিযুক্তকেও গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানা। ধৃত দু’জনের বিরুদ্ধেই পকসো আইনে মামলা রুজু করেছে পুলিশ।</p>
<p>&nbsp;</p>
<p><strong>’পিকের আইপ্য়াক এটা নয়, নতুন একটা টিম, সহযোগিতা করতে হবে..’, সুর বদল মমতার !</strong></p>
<p>তৃণমূলনেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায় বলেন, ‘পিকের আইপ্য়াক এটা নয়। একটা নতুন টিম। সবাই জানে, এদের সহযোগিতা করতে হবে।’ আইপ্য়াক নিয়ে সুর বদল মমতা বন্দ্য়োপাধ্য়ায়ের।গতবছর ডিসেম্বরে, তৃণমূল বিধায়কদের সঙ্গে বৈঠকে তিনি বলেছিলেন, কোনও সমীক্ষক সংস্থা থেকে ফোন করলে, গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না। প্রয়োজনে ফোন ধরবেন না। যার ফলে প্রশ্ন উঠেছিল, তৃণমূল থেকে কি আইপ্য়াকের ‘প্য়াক আপ’ হয়ে গেল?বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর থেকে, সেই সংস্থার সঙ্গে সহযোগিতার বার্তা দিলেন তৃণমূলনেত্রী। যা দেখে অনেকে বলছেন, তাহলে কি ‘আইপ্য়াক’ ইজ ব্য়াক?</p>
<p>২০১৯ সালের লোকসভা ভোটে এরাজ্য়ে তৃণমূলের আসন কমে যাওয়ার পর আইপ্য়াকের সঙ্গে গাঁটছড়া বাঁধে তৃণমূল। এই সংস্থার তদানীন্তন প্রধান প্রশান্ত কিশোরকে নিয়ে নবান্নে গেছিলেন অভিষেক বন্দ্য়োপাধ্য়ায়। কিন্তু, ২০২২ থেকে ছবিটা পাল্টাতে শুরু করে। সেবছর পুরভোটের আগে সামনে চলে আসে তৃণমূলের জোড়া প্রার্থী তালিকা। একদিকে সাংবাদিক বৈঠক করে প্রার্থীতালিকা ঘোষণা করেন তৎকালীন মহাসচিব পার্থ চট্টোপাধ্য়ায়রা।&nbsp;</p>



Source link