NOW READING:
৫০-৬০ কিমি বেগে উপকূলে ঝড়, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা
September 14, 2024

৫০-৬০ কিমি বেগে উপকূলে ঝড়, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা

৫০-৬০ কিমি বেগে উপকূলে ঝড়, নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা
Listen to this article



<p><strong>গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:</strong> নিম্নচাপ ও মৌসুমী অক্ষরেখার জোড়া ফলায় বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগনা। গতকাল থেকে দফায় দফায় ভারী বৃষ্টি হচ্ছে জেলা জুড়ে। বৃষ্টির সঙ্গে বইছে ঝোড়ো বাতাস। রাত থেকে বৃষ্টির পরিমাণ বাড়ে। সঙ্গে বাতাসের দাপটও বাড়ে।</p>
<p>জানা গিয়েছে, সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট ছিল ঘন্টা ৫০ থেকে ৬০ কিলোমিটার। ঝড়ের জেরে কাকদ্বীপ মহকুমার নামখানা, সাগর, পাথরপ্রতিমায় একাধিক কাঁচাবাড়ি, গাছ, পানের বরজ ভেঙে পড়েছে। জলমগ্ন হয়ে পড়েছে নিচু এলাকাগুলি। নামখানা এলাকায় বেশ কিছু বাড়িতে জল ঢুকেছে। প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। সকাল থেকেও নাগাড়ে বৃষ্টি চলছে, সঙ্গে ঝোড়ো বাতাস। ঝড় -বৃষ্টির জেরে সমুদ্র উত্তাল থাকায় মৎস্যজীবীদের আগামীকাল পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ দিনভর দুর্যোগের পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।</p>
<p>আরও পড়ুন, <a title="সপ্তাহান্তে পেট্রোলের দাম কমল ৯ জেলায়, আজ জ্বালানি ভরাতে খরচ কত ?" href="https://bengali.abplive.com/business/petrol-diesel-price-today-fuel-price-in-kolkata-india-on-14-september-1095210" target="_self">সপ্তাহান্তে পেট্রোলের দাম কমল ৯ জেলায়, আজ জ্বালানি ভরাতে খরচ কত ?</a></p>
<p><strong><em>আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও।&nbsp;<a title="যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।" href="https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/" target="_blank" rel="nofollow noopener" data-saferedirecturl="https://www.google.com/url?q=https://www.whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y/&amp;source=gmail&amp;ust=1726363670618000&amp;usg=AOvVaw04QVo_HhU5JsBz1yTNyZcd">যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।</a>&nbsp;</em></strong></p>
<div class="yj6qo">বিস্তারিত আসছে…</div>
<div class="adL">&nbsp;</div>



Source link