NOW READING:
South 24 Parganas News: উস্তিতে BJP নেতা খুনে চাঞ্চল্যকর মোড় ! গ্রেফতার ১ মহিলা, ‘সম্পর্কের টানাপোড়েনে..’
November 9, 2024

South 24 Parganas News: উস্তিতে BJP নেতা খুনে চাঞ্চল্যকর মোড় ! গ্রেফতার ১ মহিলা, ‘সম্পর্কের টানাপোড়েনে..’

South 24 Parganas News: উস্তিতে BJP নেতা খুনে চাঞ্চল্যকর মোড় ! গ্রেফতার ১ মহিলা, ‘সম্পর্কের টানাপোড়েনে..’
Listen to this article


দক্ষিণ ২৪ পরগনা: উস্তিতে বিজেপি নেতা খুনে চাঞ্চল্যকর মোড়। সম্পর্কের টানাপোড়েনে খুন বিজেপি নেতা পৃথ্বীরাজ নস্কর, দাবি পুলিশের। বিজেপি নেতা খুনে গ্রেফতার ১ মহিলা, অপরাধ কবুল ধৃতের। মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক পৃথ্বীরাজ নস্কর।  বিজেপি কার্যালয় থেকে উদ্ধার হয় বিজেপি নেতার দেহ।

গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা। ‘দুর্গাপুজোয় আর জি কর কাণ্ডের প্রতিবাদে প্ল্যাকার্ড লাগালে হুমকি দেওয়া হয়েছিল। এক তৃণমূল নেতা এসে হুমকি দিয়ে যায় ছেলেকে’, এটা রাজনৈতিক খুন, অভিযোগ মৃত বিজেপি নেতার বাবার। মূলত, গত ৭ তারিখ উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোক। রাতে বিজেপি কার্যালয়ের তালা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ। দেহের পাশ থেকেই উদ্ধার করা হয়েছে পরনের পোশাক। ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে দেহ, আজ হবে ময়নাতদন্ত। নিহত বিজেপি নেতার মোবাইল ফোনের টাওয়ার লোকেশনের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও পড়ুন, ১৫০ পড়ুয়ার ট্যাবের টাকা অন্যের অ্যাকাউন্টে ! গুরুতর অভিযোগ মালদা ও উত্তর ২৪ পরগনার স্কুলে

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

 

আরও দেখুন



Source link