<p><strong>গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:</strong> আবারও প্রশ্নের মুখে রাজ্যের নারী নিরাপত্তা। কুপ্রস্তাবে সাড়া না দেওয়ায় এক আইসিডিএস কর্মীকে প্রকাশ্য বাজারে অ্যাসিড হামলার অভিযোগ প্রতিবেশী যুবকের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগরের কৃষ্ণনগর বাজার এলাকায়।</p>
<p>স্থানীয় সূত্রে জানা যায়, ওই আইসিডিএস কর্মী কৃষ্ণনগর মধ্যপল্লি সেন্টারে কাজ করেন। দীর্ঘদিন ধরেই প্রতিবেশী বাপি মাইতি তাঁকে কুপ্রস্তাব দিচ্ছিল। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গতকাল সন্ধে নাগাদ বাড়ি ফেরার পথে অ্যাসিড ছুড়ে পালিয়ে যায় ওই যুবক। অ্যাসিড লেগে গুরুতরভাবে জখম মহিলাকে তড়িঘড়ি উদ্ধার করে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। ঘটনার পর থেকে আতঙ্কিত আক্রান্ত মহিলা। ইতিমধ্যেই ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে সাগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। গোটা বিষয়ের তদন্ত নেমেছে সাগর থানার পুলিশ। এখনও অধরা অভিযুক্ত।</p>
<p>আরও পড়ুন, <a title="রাতে একাই গেছিল অষ্টম শ্রেণির ছাত্রী ? নিউটাউনে নাবালিকাকে ‘ধর্ষণ করে খুনে’ ধৃত টোটো চালক" href="https://bengali.abplive.com/district/newtown-class-eight-student-murder-case-toto-driver-arrested-1119499" target="_self">রাতে একাই গেছিল অষ্টম শ্রেণির ছাত্রী ? নিউটাউনে নাবালিকাকে ‘ধর্ষণ করে খুনে’ ধৃত টোটো চালক</a></p>
Source link
‘কুপ্রস্তাবে’ অরাজি, ICDS কর্মীকে অ্যাসিড নিক্ষেপ! কতটা জোরে চিৎকারে পার হওয়া যাবে এ যন্ত্রণা?

+ There are no comments
Add yours