হুগলি নদীর চরে গভীর সমুদ্রের বিশালাকার তিমি ! ঘটনাস্থলে বন দফতরের বিশাল টিম
![হুগলি নদীর চরে গভীর সমুদ্রের বিশালাকার তিমি ! ঘটনাস্থলে বন দফতরের বিশাল টিম হুগলি নদীর চরে গভীর সমুদ্রের বিশালাকার তিমি ! ঘটনাস্থলে বন দফতরের বিশাল টিম](https://i1.wp.com/feeds.abplive.com/onecms/images/uploaded-images/2025/01/03/7cffe1da1ac492dff5eb7ca5366b0e7e1735900445530484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&w=991&resize=991,564&ssl=1)
গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: গত দুদিন ধরে হুগলি ও মুড়িগঙ্গা নদীর চরে উঠে আসা একটি তিমিকে উদ্বার করল দক্ষিণ ২৪ পরগনা বন দফতর। গতকাল রাতে কাকদ্বীপের কামারহাট এলাকায় হুগলি নদীর চর থেকে উদ্ধার করে বন দফতর। পরে তিমিটিকে উদ্ধার করে বঙ্গোপসাগরে নিয়ে যাওয়া হয়েছে। গভীর সমুদ্রে ছেড়ে দেওয়া হবে।
হুগলি নদীর চরে কীভাবে এসে পৌঁছল গভীর সমুদ্রের এই বিশালাকার তিমি ?
মূলত এই এলাকাতে অতীতে কখনও তিমির দেখা মেলেনি। কী করে এই নদীতে এল তা খতিয়ে দেখছে বন দফতর। পরশু সন্ধ্যেয় প্রথম তিমিটিকে দেখা যায় ঘোড়ামারা দ্বীপের চরে। সেখানকার বাসিন্দারা তিমিটিকে ঠেলতে ঠেলতে নদীতে নামিয়ে দেয়। পরে গতকাল দিনভর কাকদ্বীপের মধুসূদনপুর ও কামারহাট এলাকায় হুগলি নদীর চরে দেখা মেলে। খবর যায় বন দফতরের কাছে। ঘটনাস্থলে পৌঁছয় এডিএফও অনুরাগ চৌধুরী ও বনদফতরের বিশাল টিম। সেই টিম তিমিটিকে উদ্ধার করে। অনুরাগ চৌধুরী জানিয়েছেন, ‘সাধারণত এই তিমি গভীর সমুদ্রে থাকে। কোনও কারণে এই নদীতে ঢুকে পড়েছে।’
মন্দারমণিতে একবার ভেসে এসেছিল বিশালাকৃতি সামুদ্রিক প্রাণীর দেহ
বছর পাঁচেক আগে মন্দারমণিতে একবার ভেসে এসেছিল বিশালাকৃতি সামুদ্রিক প্রাণীর দেহ। তা সম্ভবত ছিল নীল তিমির একটি প্রজাতি। এমনটাই অনুমান করেছিল বন দফতর। বঙ্গোপসাগরে তিমি পাওয়া যায় না, তারা থাকে ভারত মহাসাগরে, গভীর সমুদ্রে। বঙ্গোপসাগরে জলের যে তাপমাত্রা ও মান, তাতে এখানে তিমি থাকে না। কিন্তু মন্দারমণির তীরে ভেসে ওঠা এই প্রাণীটিকে প্রাথমিকভাবে নীল তিমি বলেই মনে করেছিলেন বিশেষজ্ঞরা।
আরও পড়ুন, ‘দুঃস্থ ছেলে মেয়ে থাকলে যোগাযোগ করুন..’, জয়েন্ট BDO-র নামে আশা কর্মীকে ফোন, তারপর যা হল !
তিমিটি কি পথ হারিয়ে চলে এসেছিল ?
সেসময় উমপুন ঘূর্ণিঝড় হয়েছিল। তার ফলে তিমিটি পথ হারিয়ে এখানে চলে আসতে পারে বলেও অনুমান করা হয়েছিল। দ্বিতীয়ত প্রাণীটির মৃত্যু হল কী করে ? এটাও ছিল বড়সড় প্রশ্ন। সেসময় জাহাজ চলাচল খুব কম হচ্ছিল। ফলে জাহাজের ধাক্কায় এর মৃত্যুর আশঙ্কা প্রায় ছিল। যেই মুহূর্তে মন্দারমণিতে জোয়ার এসেছিল, প্রাণীটি যেখানে, তা ঢাকা পড়ে গিয়েছিল জোয়ারের জলে। তবে এর ফলে সমুদ্রের দিকে নয়, পাড়ের কাছেই আরও ঠেলে আসছিল সে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন