দক্ষিণ ২৪ পরগনা: ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার। প্রশাসন নাকের ডগায় বালি-মাটি চুরি, জানেই না কেউ। মাতলা নদী থেকে পাম্প দিয়ে বালি-মাটি পাচারের অভিযোগ।প্রশাসনের নাকের ডগায় সাদা বালি পাচারের রমরমা কারবারের অভিযোগ প্রকাশ্যে। এবিপি আনন্দর ক্যামেরা দেখেই বালি-মাটি চোরদের দৌড়! গোলকুঠি পাড়া, পুরনো খেয়াঘাট থেকে সাদা বালি পাচারের অভিযোগ। দিঘির পাড়ে মাতলার চর থেকে নদীর মাটি পাচারের অভিযোগ!
এলাকায় বালি-মাটি চুরি, উল্টে ধমক ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়কের ।চুরি বলবেন না, এসব পুলিশ-প্রশাসন দেখবে, হুঙ্কার পরেশরাম দাসের। কোনও অভিযোগ আসেনি, অভিযোগ পেলে দেখব: SP পলাশ ঢালি । SDO মিঠুন বিশ্বাস বলেছেন, গোটা বিষয়টি খতিয়ে দেখছি, গোটা বিষয়টি অবৈধ।
আরও পড়ুন, ‘১০-১২ বাচ্চাদের নিয়ে মাদ্রাসা চালু করেছিল মুর্শিদাবাদের ধৃত ২ জঙ্গি ‘ ! কী প্ল্যান ছিল এই স্লিপার সেলের ?
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও দেখুন