NOW READING:
মাছের ক্রেটে থরে থরে সাজানো, পিক আপ ভ্যান খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের
March 26, 2025

মাছের ক্রেটে থরে থরে সাজানো, পিক আপ ভ্যান খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের

মাছের ক্রেটে থরে থরে সাজানো, পিক আপ ভ্যান খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের
Listen to this article



<p><strong>গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা:</strong> পিক আপ ভ্যানে পচা মাছের ক্রেট, দুর্গন্ধে টেকা দায়। তার নীচেই ছিল থরে থরে সাজানো মাদকের প্যাকেট। উদ্ধার হয়েছে ২০০ প্যাকেট গাঁজা। যার বাজারমূল্য কোটি টাকারও বেশি বলে পুলিশের দাবি। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুর এলাকায় অভিযান চালায় ডায়মন্ড হারবার পুলিশ জেলা। পিক আপ ভ্যান থেকে উদ্ধার হয় প্রচুর গাঁজার প্যাকেট। পিক আপ ভ্যানের চালককে গ্রেফতার করেছে পুলিশ। ওড়িশা থেকে মাদক পাচার হচ্ছিল বলে পুলিশ জানিয়েছে।&nbsp;</p>
<p>ঠিক যেন সি<a title="নেমার" href="https://bengali.abplive.com/topic/neymar" data-type="interlinkingkeywords">নেমার</a> চিত্রনাট্য। মাছ বহনের পিকআপ ভ্যানের ক্যারেটের মধ্যে লুকিয়ে পাচার হচ্ছিল নিষিদ্ধ মাদক। গতকাল বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ ২৪ পরগনার মগরাহাটের মাগুরপুকুর এলাকায় ওই পিকআপ ভ্যানটি আটক করে পুলিশ। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (&zwnj; জোনাল)&zwnj; মিতুন দে ও মগরহাটের ওসি পীযূষ মণ্ডল নেতৃত্বে চলে অপারেশন। কন্টেনারের তালা ভেঙে ক্যারেটের ভেতর থেকে থরে থরে সাজানো প্যাকেটবন্দি মাদক উদ্ধার করে পুলিশ। ক্যারেটের মধ্যে পচা মাছ থাকায় প্রথমে বিভ্রান্ত হয়ে যায় পুলিশ। উদ্ধার হয় ২০০ প্যাকেট নিষিদ্ধ মাদক। প্রতিটি প্যাকেটের ওজন গড়ে এক থেকে দেড় কিলো। পুলিশের প্রাথমিক অনুমান প্যাকেটে গাঁজা পাচার হচ্ছিল। বাজার মূল্য কোটি টাকার বেশী। পাশের রাজ্য ওড়িশা থেকে এই আন্তরাজ্য একটি মাদক পাচার চক্র এই গাঁজা পাচার করছিল। গ্রেফতার হয়েছে পিকআপ ভ্যানের চালক। মাদকগুলি পরীক্ষার জন্য ফরেন্সিক ল্যাবে পাঠানো হবে। ধৃতকে আজ ডায়মন্ড হারবার মহকুমা আদালতে পেশ করে নিজেদের হেফাজতে নেবে পুলিশ। চক্রের বাকিদের খোঁজ চালাচ্ছে পুলিশ।</p>



Source link