NOW READING:
প্রশাসনের নাকের ডগায় বালি-মাটি চুরি, জানেন না কেউ?
December 20, 2024

প্রশাসনের নাকের ডগায় বালি-মাটি চুরি, জানেন না কেউ?

প্রশাসনের নাকের ডগায় বালি-মাটি চুরি, জানেন না কেউ?
Listen to this article


South 24 Pargana News: ক্যানিংয়ে SDO-BDO অফিসের সামনেই অবাধে বালি-মাটি পাচার! প্রশাসন নাকের ডগায় বালি-মাটি চুরি, জানেই না কেউ! মাতলা নদী থেকে পাম্প দিয়ে বালি-মাটি পাচার! প্রশাসনের নাকের ডগায় সাদা বালি পাচারের রমরমা কারবার। এবিপি আনন্দর ক্যামেরা দেখেই বালি-মাটি চোরদের দৌড়!

 

যুব তৃণমূল নেতা তরুণ তিওয়ারিকে পদ থেকে সরাল দল। দল বিরোধী কাজের অভিযোগ, যুব তৃণমূলের রাজ্য সম্পাদক সাসপেন্ড। ব্যবসা সংক্রান্ত মামলা নিষ্পত্তির আশ্বাস দিয়ে তোলাবাজির অভিযোগ। ‘৬ লক্ষের বিনিময়ে মামলার নিষ্পত্তির আশ্বাস যুব তৃণমূল নেতার’। তৃণমূল কংগ্রেস থেকে বহিষ্কৃত তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি। বহিষ্কৃত তৃণমূলের মাধ্যমিক শিক্ষক সংগঠনের কার্যকরী সভাপতিও। তৃণমূলের অধ্যাপক সংগঠন ওয়েবকুপার সহ সভাপতি মণিশঙ্কর মণ্ডল। 

 

৬ দিন পার। চিলাপাতার জঙ্গল থেকে দিঘা। বাগুইআটির তোলাবাজ কাউন্সিলরের খোঁজে হানা পুলিশের। এবারও অধরা সমরেশ। প্রভাবশালী বলেই কি আড়ালের চেষ্টা? প্রশ্ন আক্রান্ত প্রোমোটারের। কোথায় ‘তোলাবাজ’ কাউন্সিলর? 



Source link