NOW READING:
‘এতদিন ধরে পুলিশ খুঁজে পেল না কেন?’, বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় প্রশ্ন সজলের
November 9, 2024

‘এতদিন ধরে পুলিশ খুঁজে পেল না কেন?’, বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় প্রশ্ন সজলের

‘এতদিন ধরে পুলিশ খুঁজে পেল না কেন?’, বিজেপি নেতার মৃত্যুর ঘটনায় প্রশ্ন সজলের
Listen to this article



<p>ABP Ananda Live: দলীয় কার্যালয়ের ভিতর থেকে বিজেপি নেতার রক্তাক্ত দেহ উদ্ধার। দক্ষিণ ২৪ পরগনার উস্তিতে চাঞ্চল্য। নিহত পৃথ্বীরাজ নস্কর মথুরাপুর সাংগঠনিক জেলার মিডিয়া সেলের আহ্বায়ক ছিলেন, গত ৪ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন ওই বিজেপি নেতা। গত ৭ তারিখ উস্তি থানায় নিখোঁজ ডায়েরি করেন পরিবারের লোক। রাতে বিজেপি কার্যালয়ের তালা ভেঙে দেহ উদ্ধার করেছে পুলিশ দেহ উদ্ধার করে ডায়মন্ড হারবার হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আজ দেহের ময়নাতদন্ত হবে।&nbsp;</p>
<p>সিতাই উপনির্বাচনে এবার তৃণমূল সাংসদের সার্জারির দাওয়াই! ‘হোমিওপ্যাথই, অ্যলোপ্যাথি, কবিরাজি করবেন, না হলে কাঁচি চালাবেন’। ‘বলটা যেন গোলপোস্টেই যায়, তার জন্য যা করার করতে হবে’। সিতাইয়ের উপনির্বাচনের প্রচারে হুঙ্কার জগদীশ বর্মা বসুনিয়ার। ফের লাইনচ্য়ুত এক্সপ্রেস।</p>
<p>দক্ষিণ পূর্ব রেলের নলপুর স্টেশনের কাছে লাইনচ্য়ুত হল ডাউন শালিমার সেকন্দ্রাবাদ সাপ্তাহিক এক্সপ্রেসে। আজ ভোর সাড়ে পাঁচটা নাগাদ শালিমাার স্টেশনের দিকে যাওয়ার সময় ঘটে এই ঘটনা।</p>



Source link