NOW READING:
ঢোলাহাটের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন, ‘সবটা জানত প্রশাসন’, দাবি স্থানীয়দের
April 1, 2025

ঢোলাহাটের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন, ‘সবটা জানত প্রশাসন’, দাবি স্থানীয়দের

ঢোলাহাটের ঘটনায় উঠছে একাধিক প্রশ্ন, ‘সবটা জানত প্রশাসন’, দাবি স্থানীয়দের
Listen to this article


ABP Ananda Live: স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, গ্যাস সিলিন্ডার ফেটে বিপত্তি নয়, বরং প্রায় ১ দশক ধরে বাড়ির মধ্যে বেআইনিভাবে মজুত রাখা বাজি থেকেই প্রথম বিস্ফোরণ ঘটে। বাড়ির মধ্যেই ছিল বাজির কারখানা, দাবি স্থানীয়দের একাংশের। তবে বিশেষজ্ঞদের মতে, পশ্চিমবঙ্গে শব্দবাজি তৈরির জন্য কোনও অনুমতি এখন দেওয়া হয় না। দেওয়া হয় শুধুমাত্র গ্রিন আতসবাজি তৈরির অনুমতি। এখানে কি তবে বেআইনি ভাবে বাজি মজুত করা হত? প্রশ্ন উঠছে। বোমা তৈরি হত বলে দাবি করেছেন স্থানীয় বাসিন্দাদের কেউ কেউ। এদিকে লাইসেন্স থাকার পাল্টা দাবি করেছেন পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক। পাথরপ্রতিমার তৃণমূল বিধায়ক  সমীর জানা বলেন, দুই ভাই তুষারকান্তি বণিক, চন্দ্রকান্ত বণিক, এরা দুভাই। এদের লাইসেন্স আছে। এরা এখানে আতসবাজি তৈরি করে। কিছু মাল এদের বাড়িতেই মজুত থাকে। হঠাৎ বাস্ট হয়ে গেছে। সঙ্গে সঙ্গে গোটাটায় আগুন লেগে যায়। দক্ষিণ ২৪ পরগনা ঢোলাহাটের  প্রত্যক্ষদর্শী ও বাসিন্দা বলেন, বাজির আওয়াজটা এত ঘনঘন হচ্ছে, বুঝতে পারছি কোনও কিছু হচ্ছে। তারপরে জানতে পারলাম এখানে বাজি-টাজি বাঁধত, বোমা বাঁধত।



Source link