গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: টোটো থেকে জোর করে নামিয়ে কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ। সুন্দরবন পুলিশ জেলার পাথরপ্রতিমা থানার সিভিক ভলান্টিয়ারকে গ্রেফতার করল পুলিশ। ধৃত অমিতাভ বারুইয়ের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ কাকদ্বীপ মহকুমা আদালতের।
ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ: আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনে, প্রথমেই গ্রেফতার হয়েছিল মূল অভিযুক্ত, সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়। সেই ঘটনার প্রতিবাদে আন্দোলন, বিক্ষোভের মধ্য়েই এবার দক্ষিণ ২৪ পরগনার, পাথরপ্রতিমায় কলেজ ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ উঠল এক সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। যিনি পাথরপ্রতিমা থানাতেই কর্মরত ছিলেন। পরিবারের অভিযোগ, ওই ছাত্রী টোটোয় করে যাওয়ার সময় রাস্তা আটকান অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার অমিতাভ বারুই। এরপর টোটো থেকে জোর করে নামিয়ে, কলেজ ছাত্রীর শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। ছাত্রীর মোবাইল ফোন ও টাকা কেড়ে নেওয়ারও চেষ্টা করেন অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার। কোনওরকমে সেখান থেকে পালান কলেজছাত্রী। শনিবার রাতেই পাথরপ্রতিমা থানায় অভিযোগ দায়ের করে ছাত্রীর পরিবার। এরপরই গ্রেফতার করা হয় অভিযুক্তকে।
সুন্দরবন পুলিশ জেলার সুপার কোটেশ্বর রাও জানিয়েছেন, ধৃত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করা হয়েছিল। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাঁকে। পরবর্তী সময় পুলিশের পক্ষ থেকে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। পুলিশ সূত্রে আরও দাবি, ধৃত সিভিক ভলান্টিয়ার কলেজ ছাত্রীর প্রতিবেশী। পুরনো বিবাদের জেরে এই ঘটনা কি না, খতিয়ে দেখা হচ্ছে। ধৃত সিভিক ভলান্টিয়ারের মা সুচিত্রা বারুই বলেন, “ছেলের সঙ্গে মেয়ের প্রেম ছিল। দুটো পরিবারই জানত। রান্নাও দেওয়া নেওয়া হত। ছেলের বাইকে মেয়ে ঘুরত, কিন্তু ওই দিন কী হয়েছে আমি জানি না।” ধৃতের ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে কাকদ্বীপ মহকুমা আদালত।
এদিকে গতকাল সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডলকে হেফাজতে চেয়ে সিবিআই আদালতে দাবি করে, ধৃতদের মোবাইল ফোনে রয়েছে গুরুত্বপূর্ণ তথ্য়। কেন্দ্রীয় এজেন্সির দাবি, ধৃতদের মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদের প্রয়োজন রয়েছে। যদিও আবেদন খারিজ করে দেয় শিয়ালদা কোর্ট। ধৃতদের জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে কেন্দ্রীয় এজেন্সিকে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Burdwan Patient Death: রোগী মৃত্য়ু কেন্দ্র করে ধুন্ধুমার, জুনিয়র চিকিৎসককে কটূক্তি-হুমকির অভিযোগ বর্ধমানে
আরও দেখুন
+ There are no comments
Add yours