NOW READING:
ওষুধের দামে বড়সড় ‘ছাড়’ খুঁজছেন ? জানেন কি এই ‘ফাঁদের’ কথা !
March 23, 2025

ওষুধের দামে বড়সড় ‘ছাড়’ খুঁজছেন ? জানেন কি এই ‘ফাঁদের’ কথা !

ওষুধের দামে বড়সড় ‘ছাড়’ খুঁজছেন ? জানেন কি এই ‘ফাঁদের’ কথা !
Listen to this article


গৌতম মণ্ডল, দক্ষিণ ২৪ পরগনা: জাল ও ভেজাল ওষুধ নিয়ে এবার পথে নামলেন ওষুধ ব্যবসায়ীদের সংগঠন বেঙ্গল কেমিস্টস্ এন্ড ড্রাগিষ্টস অ্যাসোসিয়েশনের সদস্যরা। আজ সকালে কাকদ্বীপের বাজার এলাকায় সচেতনতামূলক প্রচার ও মিছিল করেন সদস্যরা। হাতে ছিল সচেতনতার নানান প্ল্যাকার্ড, ব্যানার। মিছিল কাকদ্বীপ বাজার পরিক্রমা করে। বক্তারা অতিরিক্ত ছাড়ের ফাঁদে পা না দিতে ক্রেতাদের সতর্ক করেন। মিছিল শেষে কাকদ্বীপ বাসস্ট্যান্ডে পথসভার আয়োজন করা হয়।  প্রতিবাদসভা থেকে আটটি দাবিকে তুলে ধরা হয়। এছাড়াও কাকদ্বীপের প্রতিটি ওষুধ ব্যবসায়ীকে নকল ও জাল ওষুধ সম্পর্কে সচেতন থাকার নির্দেশ দেওয়া হয়। 

আরও পড়ুন, গঙ্গায় নেমে স্নান ৩ যুবকের, আচমকাই এল জোয়ার, মর্মান্তিক ঘটনা হাওড়ায় !

আরও দেখুন



Source link