NOW READING:
ভাঙড়ে পুলিশের ৫টি বাইকে আগুন, প্রিজন ভ্যান ভাঙচুর করে রাস্তায় উল্টে দিল দুষ্কৃতীরা !
April 14, 2025

ভাঙড়ে পুলিশের ৫টি বাইকে আগুন, প্রিজন ভ্যান ভাঙচুর করে রাস্তায় উল্টে দিল দুষ্কৃতীরা !

ভাঙড়ে পুলিশের ৫টি বাইকে আগুন, প্রিজন ভ্যান ভাঙচুর করে রাস্তায় উল্টে দিল দুষ্কৃতীরা !
Listen to this article


রঞ্জিত হালদার, ভাঙড় : ওয়াকফ আঁচে মুর্শিদাবাদের পর এবার অশান্ত দক্ষিণ ২৪ পরগনার ভাঙড়ও। ভাঙড়ের শোনপুরে পুলিশের ৫টি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হল। প্রথমে ইট দিয়ে ভাঙচুর করা হয়, তারপর আগুন লাগিয়ে দেওয়া হয় বাইকগুলিতে। কলকাতা পুলিশের গাড়িও ভাঙচুর করা হয়। রাস্তার উপর জ্বলছে পুলিশের ৫টি বাইক। কলকাতা পুলিশের গাড়ি ভেঙে চুরমার করে দিয়েছে দুষ্কৃতীরা। রাস্তায় উল্টে পড়ে আছে পুলিশের প্রিজন ভ্যান। পুলিশের সামনেই এই ঘটনা ঘটে বলে জানা গেছে। উত্তর কাশীপুর থানার অন্তর্গত ভাঙড়ে শোনপুরে গাড়ি-বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। এত পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে পুলিশের বাইকে আগুন ধরিয়ে দেওয়া হল বা গাড়িতে ভাঙচুর করা হল, তা নিয়ে উঠছে প্রশ্ন। ভাঙড় এখন কলকাতা পুলিশের অধীনে, তাও কীভাবে এই ঘটনা ঘটাল দুষ্কৃতীরা  ? এনিয়ে প্রশ্ন উঠছে।

ঘটনার বিস্তার…

এই ঘটনা যখন ঘটে সেই সময় পুলিশ ঘটনাস্থলে উপস্থিত ছিল। অর্থাৎ, পুলিশের সামনেই বাইক পোড়ানো হয় এবং প্রিজন ভ্যানে ভাঙচুর করে উল্টে দেওয়া হয়। পুলিশের একটি সূত্রের খবর, এই ঘটনায় বেশ কয়েক জন পুলিশকর্মীও আহত হয়েছেন। তবে, সেই সংখ্যাটা এখনও পর্যন্ত পুলিশের তরফ থেকে জানানো হয়নি। এদিকে নতুন করে যাতে পরিস্থিতির অবনতি না হয় তার জন্য ঘটনার পর বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন করা হয় সেখানে। এই ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত থাকতে পারে তা চিহ্নিত করার চেষ্টা করছে পুলিশ। ইতিমধ্যেই দুইজনকে আটক করা হয়েছে। 

এদিন ওয়াকফ আইনের প্রতিবাদে ভাঙড়ে বিক্ষোভ- প্রতিবাদ চলে। ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে বিক্ষোভকারীদের আটকায় পুলিশ। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের কথা কাটাকাটি হয়। পুলিশ গাড়ি আটকানোয় তুমুল বিক্ষোভ শুরু হয়।  বিক্ষোভের জেরে বাসন্তী হাইওয়েতে আটকে পড়ে প্রচুর গাড়ি। ওয়াকফ সংশোধনী আইনের প্রতিবাদে রামলীলা ময়দানে কর্মসূচির আগে ভাঙড়ের বাসন্তী হাইওয়েতে ওয়াকফ-বিক্ষোভকারীদের গাড়ি আটকায় কলকাতা লেদার কমপ্লেক্স থানার পুলিশ। পুলিশের সঙ্গে কথা কাটাকাটি, ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। একজনের মাথা ফাটে। কয়েকজন আহত হন। ওয়াকফ-বিক্ষোভকারীরা রাস্তায় বসে পড়ায় বাসন্তী হাইওয়েতে প্রচুর গাড়ি আটকে পড়ে। জানা গেছে, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে মাইকিং করে পুলিশ। এরপরেই বিক্ষোভকারীদের হঠাতে ব্যাপক লাঠিচার্জ করেছে পুলিশ, এমনই অভিযোগ। ব্যারিকেড ভাঙার চেষ্টা করে বিক্ষোভকারীরা। এরপরেই জোর উত্তেজনার তৈরি হয় ওই স্থানে। 

আরও দেখুন



Source link