জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আইপিএলের (IPL 2025) ভরা বাজারেই চলে এল বিরাট খবর। ক্রীড়া প্রশাসনে একেবারে মহারাজকীয় প্রত্যাবর্তন সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly)। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (ICC) আস্থা প্রাক্তন বিসিসিআই সভাপতির উপরেই। আইসিসি-র পুরুষ ক্রিকেট কমিটির চেয়ারম্যান হিসেবে সৌরভ পুনর্নির্বাচিত হয়েছেন। পাশাপাশি ভিভিএস লক্ষ্মণকেও প্যানেলের সদস্য হিসেবে রাখা হয়েছে। বিবৃতি দিয়ে জানিয়ে দিয়েছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সৌরভের বিসিসিআই সভাপতি থাকাকালীন জয় শাহ (Jay Shah) ছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব। এখন জয় আইসিসি-র চেয়ারম্যান আর সৌরভ ক্রিকেট কমিটির চেয়ারম্যান। এবার আইসিসি-র ক্রিজে ফের জুটি বাঁধবেন সৌরভ-জয়, সঙ্গী লক্ষ্মণও।
আরও পড়ুন: আচমকাই ভয়ংকর ধুলোর ঝড়! সতীর্থদের বাঁচিয়ে ত্রাতা রোহিত, আলোর বেগে ভাইরাল ভিডিয়ো
২০০০ থেকে ২০০৫ সাল পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্যের সঙ্গে ভারতের অধিনায়কত্ব করা সৌরভের বয়স এখন ৫২ বছর। দেশের সর্বকালের সেরা অধিনায়কদেরই একজন তিনি। ২০২১ সালে অনিল কুম্বলের স্থলাভিষিক্ত হয়ে প্রথমবার আইসিসি-র ক্রিকেট কমিটির সভাপতির দায়িত্ব নিয়েছিলেন। কুম্বলে সর্বাধিক তিন বছরের মেয়াদ পূরণ করার পরই সৌরভ এসেছিলেন। সৌরভদের কমিটিতে লক্ষ্মণ ছাড়াও রয়েছেন আফগানিস্তানের প্রাক্তন ক্রিকেটার হামিদ হাসান, ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ডেসমন্ড হেইনস, দক্ষিণ আফ্রিকার টেস্ট এবং ওডিআই অধিনায়ক টেম্বা বাভুমা এবং ইংল্যান্ডের প্রাক্তন ব্যাটার জোনাথন ট্রট। আইসিসি-র মহিলা ক্রিকেট কমিটিরও পুনর্গঠন করা হয়েছে। সভাপতি হিসেবে নিউ জ়িল্যান্ডের প্রাক্তন অফ স্পিনার ক্যাথেরিন ক্যাম্পবেল যুক্ত হয়েছেন। কমিটিতে প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার এভ্রিল ফাহে এবং ক্রিকেট দক্ষিণ আফ্রিকার ফোলেৎসি মোসেকিও রয়েছেন।
আইসিসি পুরুষ ক্রিকেট কমিটি: সৌরভ গঙ্গোপাধ্যায়, হামিদ হাসান, ডেসমন্ড হেইনস, টেম্বা বাভুমা, ভিভিএস লক্ষ্মণ এবং জোনাথন ট্রট।
আইসিসি মহিলা ক্রিকেট কমিটি: ক্যাথেরিন ক্যাম্পবেল, এভ্রিল ফাহে এবং ফোলেৎসি মোসেকি।
আফগানিস্তানের মহিলা ক্রিকেটারদের সাহায্য করার জন্য বিসিসিআই, ক্রিকেট অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের সঙ্গে হাত মিলিয়েছে আইসিসি।জয় এই প্রসঙ্গে বিবৃতি দিয়ে জানিয়েছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলে, আমরা অন্তর্ভুক্তিমূলক মনোভাব গড়ে তোলার জন্য এবং প্রতিটি ক্রিকেটারের পরিস্থিতি নির্বিশেষে তাদের জ্বলে ওঠার সুযোগ নিশ্চিত করার জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের মূল্যবান অংশীদারদের সহযোগিতায়, আমরা এই টাস্ক ফোর্স এবং সহায়তা তহবিল চালু করতে পেরে গর্বিত, যা একটি বিস্তৃত উচ্চ-পারফরম্যান্স প্রোগ্রাম দ্বারা পরিপূরক, যাতে বাস্তুচ্যুত আফগান মহিলা ক্রিকেটাররা খেলাধুলো চালিয়ে যেতে পারেন তা নিশ্চিত করা যায়’। দেখা যাক সৌরভ এবার কীরকম ইনিংস খেলেন।
আরও পড়ুন: আচমকাই বিরাট ধাক্কায় কাঁপল চ্যাম্পিয়ন টিম, আইপিএল থেকে ছিটকে গেলেন ‘সুপারম্যান’
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)