NOW READING:
Sonu Nigam Kolkata Concert: কলকাতায় সোনু নিগমের শো, ৬০ হাজারে বিকোচ্ছে টিকিট! কনসার্টের আগেই গায়ক বললেন…
February 5, 2025

Sonu Nigam Kolkata Concert: কলকাতায় সোনু নিগমের শো, ৬০ হাজারে বিকোচ্ছে টিকিট! কনসার্টের আগেই গায়ক বললেন…

Sonu Nigam Kolkata Concert: কলকাতায় সোনু নিগমের শো, ৬০ হাজারে বিকোচ্ছে টিকিট! কনসার্টের আগেই গায়ক বললেন…
Listen to this article


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বলিউডে নব্বই ও ২০০০ সাল পরবর্তী ২ দুশক ধরে বলিউডে প্রেমের গানের প্রায় সমার্থক সোনু নিগম। সামনেই আসছে প্রেমের দিন। ভ্যালেন্টাইনস-ডের আগে গানে, গানে শহরকে ভালবাসায় ভরিয়ে দিতে রোমান্টিক কন্ঠের বাদশা সোনু নিগম আসছেন কলকাতায়। কোথায়, কবে রয়েছে সেই কনসার্ট?

আরও পড়ুন-Rachna Banerjee in Maha Kumbh 2025: মহাকুম্ভে রচনার শাহিস্নান-পিতৃতর্পণ, যোগী সরকারের প্রশংসায় পঞ্চমুখ তৃণমূল সাংসদ!

নব্বইয়ের দশক সমসাময়িক সময়ের হিন্দি, বাংলা তথা ভারতীয় আরো নানা ভাষায় জনপ্রিয় গানের কন্ঠশিল্পী সোনু নিগম আসছেন কলকাতার শ্রোতাদের তাঁর জনপ্রিয় গানে মন মাতাতে। বসন্ত জাগ্রত দ্বারে আর সেই বসন্তের এক সন্ধ্যায় এক কন্ঠ ভরা বসন্তের ছোঁয়ায় শ্রোতাদের আরো একবার ভালো লাগা গানের ডালি উপহার দেবেন। 

নব্বইয়ের দশক থেকে সমসাময়িক বিভিন্ন সঙ্গীত পরিচালকের সুরে অনেক জনপ্রিয় গান উপহার দিয়েছেন সোনু নিগম। অনু মালিক, যতীন – ললিত, আনন্দ-মিলিন্দ, এ.আর.রহমান, বিশাল-শেখর, শঙ্কর -এহসান-লয় সহ আরও অনেক সঙ্গীত পরিচালকের জীবনের বেশ কিছু সেরা গানের কন্ঠশিল্পী সোনু নিগম। পেয়েছেন পদ্মশ্রী সম্মান। মহম্মদ রফির অনুরাগী সোনুকে তাঁর যথার্থ উত্তরসূরি বলা যায়। 

শহরে সোনু নিগমের এই কনসার্টের আয়োজনে বেঙ্গল ওয়েব সলিউশন ও হোয়াইট লাইট  ক্রিয়েশনস  প্রাইভেট লিমিটেড। আয়োজক সংস্থার পক্ষে প্রশান্ত সরকার জানান, “এরকম খোলা মঞ্চে সোনু নিগমের অনুষ্ঠান সাম্প্রতিক অতীতে কলকাতায় হয়েছে বলে জানা নেই। এখনো পর্যন্ত যথেষ্ট ভালো সাড়া পাচ্ছি ফ্যানেদের থেকে। কিছু দিন আরো বাকি, আশা করছি ভালো দর্শক হবে। ” 

আরও পড়ুন- Hema Malini On Kumbh Stampede: মহাকুম্ভে পদপিষ্ট হয়ে মৃত্যু ‘ছোট ঘটনা’, হেমার মন্তব্য ঘিরে বিতর্ক তুঙ্গে…

অন্যদিকে, আরেক আয়োজক সংস্থা হোয়াইট লাইট ক্রিয়েশনস এর আবীরা ব্যানার্জি জানান, ” শহর কলকাতার শ্রোতারা ওঁর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন। হালকা শীতের আমেজ গায়ে মেখে সোনু তাঁর সুরের জাদুর জাল বুনবেন।” আর যাঁকে নিয়ে এতো কথা হচ্ছে সেই স্বয়ং সোনু নিগম একেবারে বাংলায় বললেন, “এবার আপনাদের ডাকে আমি আসছি ৯ ফেব্রুয়ারি অ্যাকোয়াটিকায়, দেখা হবে”। 

অনলাইনে বিক্রি হচ্ছে টিকিট। ১,২৯৯ থেকে শুরু টিকিটের দাম। এছাড়াও বিভিন্ন জোনে রয়েছে নানা দামের টিকিট, সঙ্গে এক্সট্রা সুযোগ সুবিধা, খাওয়া দাওয়ার আয়োজনও। রয়েছে কাপলদের জন্য বিশেষ অফার। সর্বোচ্চ টিকিটের দাম ৪ জনের গ্রুপের জন্য ৫৯,৯৯৯ টাকা। সেই টিকিটে শুধু কনসার্ট শোনাই নয়, রয়েছে আনলিমিটেড খাবার ও পানীয়র ব্যবস্থাও। 

 

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)





Source link